এটি দিল্লিতে শেখ হাসিনার জনসম্মুখে আসার ভিডিও নয়   

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ০৫ আগস্ট পদত্যাগের পর দেশত্যাগ করেন। এরপর থেকে তিনি জনসম্মুখে আসেননি। তবে, সম্প্রতি তার পদত্যাগ ও দেশত্যাগের এক মাস পর দিল্লিতে শেখ হাসিনার দেখা মিলেছে শীর্ষক দাবিতে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি ৬১ হাজার বারেরও বেশি দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সম্প্রতি শেখ হাসিনা ভারতের দিল্লিতে জনসম্মুখে আসার দৃশ্য নয় বরং অধিক ভিউ পাওয়ার আশায় শেখ হাসিনার পুরোনো ভিডিও ও চটকদার থাম্বনেইল ব্যবহার করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, ভিডিওর শুরুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা একটি গাড়ি থেকে নেমে নিরাপত্তারক্ষীসহ এগিয়ে যাচ্ছেন। 

বিষয়টি নিয়ে অনুসন্ধানে দেশের মূলধারার গণমাধ্যম চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে ‘শাহজালালের মাজারে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের প্রবেশ’ শিরোনামে ২০২৩ সালের ২০ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রচারিত ভিডিওটিতে শেখ হাসিনা ও শেখ রেহানার পোশাকসহ বেশ কয়েকটি দৃশ্যের সাথে উক্ত ভিডিওটির বেশকিছু অংশ মিলে যায়। উক্ত ভিডিওর বরাতে জানা যায়, প্রচারিত ভিডিওটি মূলত গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেটে নির্বাচনী জনসভা ও প্রচারণার সময়ে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে যাওয়ার দৃশ্য। ভিডিওর বাকি অংশে কোনো সূত্র ছাড়া এবং সম্পূর্ণ ভিত্তিহীনভাবে প্রচারিত দাবি সম্পর্কে বলা হয়েছে।

Screenshot collage: Rumor Scanner

এছাড়াও, দেশের প্রথম সারির গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসম্মুখে আসার বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।  

সুতরাং, শেখ হাসিনা ২০২৩ সালে সিলেটে  শাহজালাল (রহ.) এর মাজারে প্রবেশের ভিডিওকে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনা জনসম্মুখে আসার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img