শনিবার, মে 24, 2025

বাংলাদেশে মার্শাল ল জারি সংক্রান্ত ভুয়া দাবিতে কালের কণ্ঠের নামে অপপ্রচার  

সম্প্রতি, জাতীয় দৈনিক ‘কালের কন্ঠ’ এর লোগোযুক্ত ‘মার্শাল ল জারি! ফিরছেন শেখ হাসিনা?সমন্বয় উপদেষ্টারা দেশ ছাড়ছেন কেনো?’ শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদনের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,  ‘মার্শাল ল জারি! ফিরছেন শেখ হাসিনা?সমন্বয় উপদেষ্টারা দেশ ছাড়ছেন কেনো?’ শীর্ষক শিরোনামে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি কালের কন্ঠ বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইটে কালের কণ্ঠ এর লোগো ব্যবহার করে প্রকাশিত ভুয়া সংবাদের স্ক্রিনশট সত্য দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিযুক্ত সংবাদের স্ক্রিনশটে থাকা কালের কণ্ঠ এর লোগোর সূত্র ধরে অনুসন্ধানে ব্লগস্পটের বিনামূল্যের একটি ডোমেইন সাইটে ‘ডেইলি নিউজ বিডি আওয়ামী লীগ’ নামক একটি সাইটে ‘মার্শাল ল জারি! ফিরছেন শেখ হাসিনা?সমন্বয় উপদেষ্টারা দেশ ছাড়ছেন কেনো?’ শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি গত ২৩ জানুয়ারি প্রকাশিত হতে দেখা যায় এবং এটিই আলোচিত দাবিটির সম্ভাব্য উৎস বলে প্রতীয়মান হয়।

উক্ত সাইটটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, সাইটটির লোগো হিসেবে কালের কণ্ঠের লোগো ব্যবহার হলেও এর ইউআরএলে ব্যবহার হয়েছে আওয়ামী লীগের নাম; নাম দেওয়া হয়েছে ডেইলি নিউজ বিডি আওয়ামী লীগ।

Screenshot: Blogspot Site

অর্থাৎ, কথিত এই সংবাদ থেকে স্ক্রিনশট নিয়ে আলোচিত দাবিটি সমাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

পরবর্তীতে, কথিত সংবাদটি পড়ে দেখা যায়, এতে দাবি করা হয়েছে, “সেনাবাহিনীর কাছে আমেরিকা থেকে একটি গোপন চিঠি পৌঁছানোর পর সেনাপ্রধান দ্রুত এক জরুরি বৈঠক ডাকেন। এর পরেই দেশের সর্বত্র অস্থিরতা এবং সম্ভাব্য মার্শাল ল জারি হওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে, বাংলাদেশে শিগগিরই মার্শাল ল জারি হতে পারে এবং শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় ফিরবেন।

এদিকে, রাজনৈতিক অস্থিরতার ফলে সরকারী কর্মকর্তাদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। বেশ কিছু  সমন্বয়ক এবং উপদেষ্টা দেশের বাইরে চলে গেছেন। সুত্র থেকে জানা যাচ্ছে যে, সার্জিস ইতিমধ্যে দুবাই পালিয়েছেন, আবার উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ, মোয়াজ্জেম এবং আব্দুল আহাদ ব্যাংকক চলে গেছেন। এই পদক্ষেপগুলি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।”

উক্ত সাইটে দাবিটি প্রকাশে মূলধারার গণমাধ্যম কালের কণ্ঠের লোগো ব্যবহার করা হলেও কালের কণ্ঠ পত্রিকার ওয়েবসাইট এবং প্রিন্ট সংস্করণে সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে কোনো সংবাদ প্রকাশের প্রমাণ মেলেনি। ইন্টারনেট আর্কাইভেও এ সংক্রান্ত দাবির কোনো সংবাদ কালের কণ্ঠের ওয়েবসাইটে প্রকাশের তথ্য পাওয়া যায়নি। 

তাছাড়া, আলোচিত ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইটে কালের কণ্ঠ এর লোগো ব্যবহার করে প্রকাশিত সংবাদে উপদেষ্টারা দেশ ছেড়েছেন এবং সেনাবাহিনীর কাছে আমেরিকা থেকে গোপন চিঠি আসার বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূল ধারার গণমাধমে কোনো তথ্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে এমন কিছু হলে তা মূলধারা গণমাধ্যমে প্রচার হওয়ার কথা।

উল্লেখ্য, পূর্বেও ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইটে কালের কণ্ঠের লোগো ব্যবহার করা এই সাইটটি থেকে একাধিকবার ভুয়া তথ্য প্রচার করা হলে সেগুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন (, , , ) প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, মার্শাল ল জারি! ফিরছেন শেখ হাসিনা?সমন্বয় উপদেষ্টারা দেশ ছাড়ছেন কেনো? শীর্ষক দাবিতে প্রচারিত সংবাদটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img