সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞার চিঠি প্রকাশ দাবিতে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞার চিঠি প্রকাশ দাবিতে কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা চিঠি প্রকাশ দাবিতে প্রচারিত তথ্য সঠিক নয় বরং, ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইটে কালের কণ্ঠের লোগো ব্যবহার করে ভুয়া সংবাদের লিংক তথ্য সূত্র হিসেবে আলোচিত পোস্টগুলোর মন্তব্যের ঘরে উল্লেখ করে দাবিটি প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টেগুলোতে সূত্র হিসেবে দেওয়া মন্তব্যের ঘরে একটি লিংক পাওয়া যায়। লিংকটিতে প্রবেশ করে ব্লগস্পটে একটি বিনামূল্যের ডোমেইন সাইটে ‘সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা চিঠি প্রকাশ।৩ মাসের মধ্যে গনতন্ত্র ফিরিয়ে আনতে আহবান। ইউনুস সরকারের বিদায় বেলা’ শীর্ষক শিরোনামে আলোচিত বিষয়ে কথিত একটি সংবাদ দেখতে পাওয়া যায়।

সাইটটির লোগো হিসেবে কালের কণ্ঠের লোগো ব্যবহার হলেও এর ইউআরএলে ব্যবহার হয়েছে আওয়ামী লীগের নাম; নাম দেওয়া হয়েছে ডেইলি নিউজ বিডি আওয়ামী লীগ। 

কথিত সংবাদটি পড়ে দেখা যায়, এতে দাবি করা হয়েছে, সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, আমেরিকার ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে জাতিসংঘের প্রতি এক গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে স্পষ্ট দৃষ্টিভঙ্গি প্রকাশ করা হয়েছে।

চিঠির মূল বিষয়বস্তুতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে তিন মাসের মধ্যে অবৈধ ইউনুস সরকারকে হটিয়ে সংবিধান অনুযায়ী গণতন্ত্র পুনঃস্থাপন করা আবশ্যক। এতে আরও বলা হয়েছে যে, বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার এবং মুক্ত ও ন্যায্য নির্বাচনের অধিকার নিশ্চিত করতে সরকার ও সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন।

Screenshot: Blogspot Site

কথিত সংবাদটির পরবর্তী আলোচনায় ‘চিঠিতে তারা লিখেছেন’ অর্থাৎ, ডেমোক্রেটিক পার্টি লিখেছেন দাবি করে একটি কথিত চিঠি ইংরেজিতে উল্লেখ করা হয়। চিঠিতে বাংলাদেশের বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে সরকারকে সমর্থন করার কারনে বাংলাদেশ সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ ও বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। এরপর চিঠিটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে দাবি করে মতামত ও মনগড়া তথ্য উপস্থাপন করা হয়েছে। এবং শেষে চিঠির একটি বাংলা অনুবাদ ‍উল্লেখ করা হয়।

Screenshot: Blogspot Site, Collage: Rumor Scanner

স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিবের কাছে এমন কোনো চিঠি পাঠানো হলে তা গণমাধ্যমে প্রকাশ হওয়ার কথা। কিন্তু এ বিষয়ে অনুসন্ধানে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে জাতিসংঘের প্রতি সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানানো সংক্রান্ত কোনো সংবাদ দেশীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, পূর্বেও ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইটে কালের কণ্ঠের লোগো ব্যবহার করা এই সাইটটি থেকে ভুয়া তথ্য প্রচার করলে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।

সুতরাং, সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞার চিঠি প্রকাশ দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Own Analysis 

আরও পড়ুন

spot_img