সম্প্রতি, জাতীয় দৈনিক ‘কালের কন্ঠ’ এর লোগোযুক্ত ‘ছাগলের সাথে বলৎকারের সময় হাতেনাতে আটক জামায়াত নেতা।’ শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদনের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফরিদপুরে ছাগলের সাথে বলৎকারের সময় জামায়াত নেতার হাতেনাতে আটক হওয়ার তথ্যটি সঠিক নয় বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইটে কালের কণ্ঠ এর লোগো ব্যবহার করে প্রকাশিত ভুয়া সংবাদের স্ক্রিনশট সত্য দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিযুক্ত সংবাদের স্ক্রিনশটে থাকা কালেরকণ্ঠ এর লোগোর সূত্র ধরে অনুসন্ধান করলে ব্লগস্পটের বিনামূল্যের একটি ডোমেইন সাইটে “ডেইলি নিউজ বিডি আওয়ামী লীগ” নামক একটি সাইটে “ছাগলের সাথে বলৎকারের সময় হাতেনাতে আটক জামায়াত নেতা।” শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি গত ১৪ জানুয়ারি প্রকাশিত হতে দেখা যায় এবং জানা যায় যে এটিই আলোচিত দাবিটির সম্ভাব্য উৎস। উক্ত সাইটটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, সাইটটির লোগো হিসেবে কালের কণ্ঠের লোগো ব্যবহার হলেও এর ইউআরএলে ব্যবহার হয়েছে আওয়ামী লীগের নাম; নাম দেওয়া হয়েছে ডেইলি নিউজ বিডি আওয়ামী লীগ।

পরবর্তীতে, কথিত সংবাদটি পড়ে দেখা যায়, এতে দাবি করা হয়েছে, “আজ ফরিদপুরে একটি অমানবিক ও অশ্লীল ঘটনার জন্য স্থানীয় জামায়াত নেতা নুরুল হককে হাতেনাতে আটক করা হয়েছে। অভিযোগ উঠেছে যে, তিনি একটি ছাগলের সাথে বলৎকারের চেষ্টা করছিলেন। ঘটনাটি ফরিদপুরের একটি গ্রামে ঘটেছে, যেখানে স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সাক্ষী হয়েছেন।
ঘটনার সূত্রপাত হয় যখন ছাগলটি চিৎকার করতে থাকে। সেই চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের মধ্যে একজন যুবক, জাহাঙ্গীর, তখন দেখতে পান নুরুল হক নামক একজন ব্যক্তি ছাগলের সাথে অশালীন আচরণ করছেন। এ সময় তিনি দ্রুত পুলিশকে খবর দেন এবং নুরুল হককে হাতেনাতে আটক করে পুলিশে তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল হক ফরিদপুরের জামায়াতের একজন স্থানীয় নেতা। তার এই অমানবিক কাজের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা হতবাক হয়ে পড়েছে যে, একজন রাজনৈতিক নেতা এমন একটি ঘৃণ্য ও অশ্লীল কাজ করতে পারেন।
ঘটনা স্থল পরিদর্শন করে পুলিশ জানায়, তারা নুরুল হককে আটক করে থানায় নিয়ে গেছেন এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ আরও জানায়, বিষয়টি সম্পর্কে তদন্ত চলছে এবং তারা নিশ্চিত করতে চান যে আইন অনুযায়ী কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
প্রতিক্রিএ ঘটনার পর এলাকায় জনসাধারণের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের অমানবিক আচরণের তীব্র নিন্দা করেছেন এবং অভিযুক্ত জামায়াত নেতার শাস্তি দাবি করেছেন। তারা মনে করেন, এমন অপরাধের জন্য আইন অনুযায়ী কঠোর শাস্তি হওয়া উচিত।
এটি একটি চরম অমানবিক ঘটনা, যা সমাজের সভ্যতার প্রতি এক বড় আঘাত। জামায়াত নেতা নুরুল হকের এমন ঘৃণ্য কাজের জন্য সমাজে ক্ষোভ তৈরি হয়েছে। পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তাকে আটক করায় কিছুটা স্বস্তি ফিরেছে, তবে সমাজে আরও সচেতনতা ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। আশা করা যায়, এই ঘটনার পর আইনগতভাবে যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অমানবিক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।”
উক্ত সাইটে দাবিটি প্রকাশে মূলধারার গণমাধ্যম কালের কণ্ঠের লোগো ব্যবহার করা হলেও কালের কণ্ঠ পত্রিকার ওয়েবসাইট এবং প্রিন্ট সংস্করণে সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে কোনো সংবাদ প্রকাশের প্রমাণ মেলেনি। ইন্টারনেট আর্কাইভেও এ সংক্রান্ত দাবির কোনো সংবাদ কালের কণ্ঠের ওয়েবসাইটে প্রকাশের তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে ফরিদপুরে জামায়াতে ইসলামীকে জড়িয়ে আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ পাওয়া যায়নি।
উল্লেখ্য, পূর্বেও ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইটে কালের কণ্ঠের লোগো ব্যবহার করা এই সাইটটি থেকে একাধিকবার ভুয়া তথ্য প্রচার করা হলে সেগুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন (১,২, ৩) প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ছাগলের সাথে বলৎকারের সময় হাতেনাতে আটক জামায়াত নেতা শীর্ষক দাবিতে প্রচারিত সংবাদটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Own Analysis