জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন তিনি। তবে সম্প্রতি, ড. ইউনূস যুক্তরাষ্ট্র পৌঁছেই গ্রেফতার হয়েছেন এবং শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরেছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি ১৯ হাজার বারেরও বেশি দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ড. ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রে গ্রেফতার হওয়ার দৃশ্য নয় বরং অধিক ভিউ পাওয়ার আশায় ড. ইউনূসের বিভিন্ন বিমানবন্দরে অবস্থানের পুরোনো ভিডিও ও চটকদার থাম্বনেইল ব্যবহার করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।
প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, ভিডিওর শুরুতে ড. ইউনূসকে সামরিক বাহিনী দ্বারা বেষ্টিত অবস্থায় হেঁটে যেতে দেখা যায়। এরপর তাকে বিমানবন্দরে বসে থাকতে দেখা যায়। একই সময়ে একজন উপস্থাপককে বলতে শোনা যায়, ড. ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্র যোগ দিতে গেলে এয়ারপোর্টে তাকে গ্রেফতার করা হয়। এরপর শেখ হাসিনার বেশ কয়েকটি ছবি ও ভিডিও দেখা যায়।
বিষয়টি নিয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি এর ইউটিউব চ্যানেলে ০৭ আগস্ট প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রচারিত ভিডিওটির বেশ কয়েকটি দৃশ্যের সাথে উক্ত ভিডিওটির বেশকিছু অংশ মিলে যায়। উক্ত ভিডিওর বরাতে জানা যায়, এটি মূলত গত আগস্ট মাসে অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে দেশে ফেরার সময়ে প্যারিস বিমানবন্দরের দৃশ্য।
পরবর্তীতে, কি-ওয়ার্ড অনুসন্ধান করে মূলধারার গণমাধ্যম নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে গত ০৮ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে প্রচারিত ভিডিওর বেশকিছু দৃশ্য মিলে যায়। উক্ত ভিডিওর বরাতে জানা যায়, এটি মূলত ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর দেশে ফেরার পথে দুবাই বিমানবন্দরের দৃশ্য।
প্রচারিত ভিডিওর বাকি অংশে কোনো সূত্র ছাড়া এবং সম্পূর্ণ ভিত্তিহীনভাবে প্রচারিত দাবি সম্পর্কে বলা হয়েছে।
সুতরাং, যুক্তরাষ্ট্রে রওনা হলেও সেখানে পৌঁছানোর পূর্বেই ড. ইউনূস যুক্তরাষ্ট্র গিয়ে গ্রেফতার হওয়া ও শেখ হাসিনা ক্ষমতা ফিরে পাওয়ার দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- AFP: Youtube Video
- News24: Youtube Video
- Rumor Scanner’s Own Research