সম্প্রতি, ‘ব্রেকিং নিউজ: জামিনে মুক্তি পেলেন ব্যারিস্টার সুমন বিস্তারিত কমেন্টে’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিনের মুক্তি পাওয়ার তথ্যটি সঠিক নয় বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘amardeesh247’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। অপরদিকে আমার দেশের আসল ডোমেইন নাম ভিন্ন। উক্ত ‘amardeesh247’ নামের এই ব্লগস্পটের সাইটে ‘প্রতিবেদন: জামিনে মুক্তি পেলেন ব্যারিস্টার সুমন’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি সংবাদ গত ৯ এপ্রিল, ২০২৫ প্রকাশ করা হয়েছে ।
কথিত এই সংবাদে দাবি করা হয়, সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জামিনে মুক্তি পেয়েছেন। রাজধানীর একটি আদালত আজ তার জামিন মঞ্জুর করেন। এর ফলে তিনি কারাগার থেকে মুক্তি পান। ব্যারিস্টার সুমন গত বছরের ২১ অক্টোবর মিরপুর-৬ এলাকা থেকে গ্রেপ্তার হন। অভিযোগ ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যুবদল নেতা হৃদয় মিয়াকে হত্যাচেষ্টার সঙ্গে তিনি জড়িত ছিলেন। এ মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। (…) আজ আদালত তার জামিন মঞ্জুর করলে তিনি মুক্তি লাভ করেন। তবে মামলার পরবর্তী শুনানি ও জামিনের শর্তাবলী এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
এছাড়া, ব্যারিস্টার সুমনের মতো ব্যক্তি জামিনে মুক্তি পাওয়ার ঘটনা ঘটলে উক্ত বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়ার কথা। তবে, দেশের কোনো গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার হতে দেখা যায়নি।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় গত ৭ এপ্রিল ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সুতরাং, জামিনে মুক্তি পেয়েছেন ব্যারিস্টার সুমন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Ittefaq – জামিন নামঞ্জুর করে ব্যারিস্টার সুমনকে কারাগারে পাঠালো আদালত
- Rumor Scanner’s analysis