গতকাল (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাতীয় পার্টি এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর যৌথবাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়।
এরই প্রেক্ষিতে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহত ভিপি নুরকে দেখতে হাসপাতালে গিয়েছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং সাম্প্রতিক সময়ে নুরুল হক নুর আহত পরবর্তী ঘটনার নিন্দা জানালেও তাকে দেখতে হাসপাতালে যাননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রকৃতপক্ষে, এটি ২০২৩ সালের আগস্টের ভিডিও। সেসময় ছাত্রলীগের হামলায় আহত নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন এই বিএনপি নেতা।
অনুসন্ধানে ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে বিএনপির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩ আগস্ট ‘ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় আহত নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটি আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একটি দীর্ঘতম সংষ্করণ।

ভিডিওটির বিস্তারিত বিবরণীতে বলা হয়, ‘৩ আগস্ট, ২০২৩ বৃহস্পতিবার ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় আহত গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
সেসময় দৈনিক ইত্তেফাকের ইউটিউব চ্যানেলেও একই ভিডিও প্রচার হতে দেখা যায়।
এ বিষয়ে ইত্তেফাের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হন নুরুল হক নুর। পরদিন অর্থাৎ, ৩ আগস্ট হাসপাতালে নুরকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অর্থাৎ, নুরুল হক নুরকে হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেখতে যাওয়ার এই ভিডিওটি ২০২৩ সালের আগস্টের।
পরবর্তীতে, গত ২৯ আগস্ট নুরের আহত হওয়ার পরবর্তী সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাসপাতালে নুরকে দেখতে যাওয়ার সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, হাসপাতালে দেখতে না গেলেও এই ঘটনায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল নিন্দা জানিয়েছেন।
সুতরাং, নুরুল হক নুরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাসপাতালে দেখতে যাওয়ার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bangladesh Nationalist Party-BNP : ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় আহত নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- Ittefaq Digital : আহত নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- Ittefaq : নুরকে দেখতে হাসপাতালে ফখরুল