সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার করে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা গত পহেলা জুলাই থেকে টানা আন্দোলন চালিয়ে যাওয়ার মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে গত ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন। সে সময় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হন। এর প্রেক্ষিতে বিক্ষোভের মাত্রা বাড়ে, ঘটে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা, এসেছে বহু হতাহতের খবরও। সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু পোস্টে দাবি করা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন করে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছেন।
উক্ত দাবিতে প্রচারিত গণমাধ্যমের ফেসবুক পোস্ট দেখুন ফেস দ্য পিপল।
একই দাবিতে আরো কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো কোটা সংস্কার আন্দোলন নিয়ে এক্সে এই পোস্ট করেননি বরং তার নামে চালু থাকা ভুয়া একটি এক্স অ্যাকাউন্টের পোস্টকে রাষ্ট্রদূতের আসল পোস্ট দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, যে এক্স অ্যাকাউন্টের পোস্টের বরাতে দাবিটি প্রচার করা হয়েছে সেটি এখন আর সচল নেই। ইন্টারনেট আর্কাইভ থেকে জানা যাচ্ছে, ItalyambBD ইউজার নেম এবং Antonio Alessandro নামের এই অ্যাকাউন্ট থেকে গত ২২ জুলাই আলোচিত পোস্টটি করা হয়।
পোস্টে থাকা ছবিতে স্টিভ হ্যাংক নামে এক ব্যক্তির নাম থাকার সূত্রে অনুসন্ধান করে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ফলিত অর্থনীতি বিভাগের অধ্যাপক স্টিভ হ্যাংকের এক্স অ্যাকাউন্টে একই পোস্ট খুঁজে পাওয়া যায়। জনাব হ্যাংক পোস্টটি করেন গত ২১ জুলাই।
এই পোস্টের ছবি এবং ক্যাপশনটির সাথে “আমি ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের বর্তমান অবস্থানকে সমর্থন করি।” শীর্ষক বাক্য যুক্ত করে ইতালির রাষ্ট্রদূতের কথিত এক্স অ্যাকাউন্টটিতে প্রচার করা হয়েছে।
অর্থাৎ, আন্তোনিও আলেসান্দ্রো নামের কথিত অ্যাকাউন্টের আলোচিত পোস্টটি মৌলিক কোনো পোস্ট ছিল না।
অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, চলতি বছরের মে মাসে এটি চালু করার পর থেকে ২০টি পোস্ট করা হয়েছে। আলোচিত পোস্টটি ছাড়াও কোটা ইস্যুতে গত ১৬ জুলাই থেকে আরো তিনটি পোস্ট করা হয় এই অ্যাকাউন্ট থেকে। এ বিষয়ে বাংলাদেশে অবস্থিত ইতালির দূতাবাসের এক্স অ্যাকাউন্টে গত ২৩ জুলাই প্রকাশিত এক পোস্টে জানানো হয়, ইতালির রাষ্ট্রদূতের নামে পরিচালিত এক্স অ্যাকাউন্টটি ভুয়া। এটাও জানানো হয়েছে যে, দূতাবাসের এই একটি ছাড়া এক্সে অফিশিয়াল আর কোনো অ্যাকাউন্টই নেই।
মূলত, কোটা সংস্কার আন্দোলন এবং এই ইস্যু পরবর্তী সহিংসতার ঘটনায় শিক্ষার্থীদের সমর্থন করে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এক্সে পোস্ট করেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে। কিন্তু রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, যে এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে তা ইতালির রাষ্ট্রদূতের অফিশিয়াল কোনো অ্যাকাউন্ট নয়। ঢাকার ইতালিয়ান দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সুতরাং, কোটা আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন করে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এক্সে পোস্ট করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।