শেখ হাসিনা, ছাত্রলীগ ও বিএনপিকে জড়িয়ে সারজিস আলমের নামে ভুয়া ভিডিও ইউটিউবে 

সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের বিষয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যাতে দাবি করা হচ্ছে, তিনি মন্তব্য করেছেন যে তিনি ছাত্রলীগ করেন ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন এবং বিএনপির হাতে দেশ ছেড়ে দিবেন না। 

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি প্রায় পৌনো সাত লক্ষাধিক বারেরও বেশি দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সারজিস আলম এমন কোনো মন্তব্য করেননি বরং অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার থাম্বনেইল ব্যবহার করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে সারজিস আলমের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে গত ০৯ জুন প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। প্রচারিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওটির বেশকিছু অংশ মিলে যায়। উক্ত ভিডিওতে সারজিস মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশের বিভিন্ন প্রয়োজনে ও অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে আসার বিষয়ে কথা বলেন। এই ভিডিওতে তাকে শেখ হাসিনা বা বিএনপিকে নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। 

Screenshot collage: Rumor Scanner

এছাড়াও, দেশের প্রথম সারির গণমাধ্যমে এই বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।  

সুতরাং, সারজিস আলম ছাত্রলীগ করেন ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন এবং বিএনপির হাতে দেশ ছেড়ে দিবেন না বলে মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img