সম্প্রতি “প্রিয় শিক্ষার্থী! Coronavirus এর কারণে তোমাদের উপবৃত্তির ৪,২০০ টাকা দেওয়া হচ্ছে। টাকা গ্রহনের জন্য নিম্নোক্ত শিক্ষাবোর্ডের নম্বরে যোগাযোগ করুন। মোবাঃ 01846582569 01848138844 যোগাযোগের সময় সকাল 10 টা থেকে রাত 10 টা পযন্ত)” শীর্ষক একটি ক্ষুদে বার্তা বিভিন্ন শিক্ষার্থীদের মোবাইল নাম্বারে প্রেরণ করা হয় এবং প্রেরিত ক্ষুদে বার্তার স্ক্রিনশট সম্বলিত পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকরভাবে ছড়িয়ে পড়ে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে শিক্ষা মন্ত্রণালয় হতে শিক্ষার্থী বা অভিভাবকদের মোবাইলে উপবৃত্তির টাকা দেওয়া হবে শীর্ষক কোনো ক্ষুদে বার্তা পাঠানো হয়নি বরং উপবৃত্তি প্রদান শীর্ষক ক্ষুদে বার্তাটি ভুয়া।
অনুসন্ধানের মাধ্যমে দেখা যায় মোবাইলে প্রেরিত উক্ত ক্ষুদে বার্তাটি একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রচার করে আসছে। এ নিয়ে বাংলা ট্রিবিউন, কালেরকন্ঠ এবং জাগোনিউজ ২৪ প্রতিবেদন প্রকাশ করেছে।

সর্বশেষ গত কয়েকদিন 01812015371, 01835362585, 01614097242, 01864629459 নাম্বারগুলো থেকে মোবাইলে একটি ক্ষুদে বার্তা পাঠানো হচ্ছে যেখানে লেখা রয়েছে, ‘প্রিয় স্টুডেন্ট, তোমার উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে ৪২০০ টাকা। যোগাযোগ: 01843753197 01878087708, 01868741705, 01930697457 01846582569 01848138844 । পরবর্তীতে, বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য একাধিক নেটিজেন রিউমর স্ক্যানার টিমকে অনুরোধ জানায়।
বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জনাব আবুল খায়ের এর সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, ‘সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের নগদসহ অন্যান্য মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস এবং ব্যাংক একাউন্টে সরাসরি উপবৃত্তির টাকা পাঠিয়ে দেওয়া হয়। এখানে মধ্যবর্তী কারও সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ নেই।’
মূলত, একটি প্রতারক চক্র পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের নাম্বার সংগ্রহ করে ভিন্ন ভিন্ন ব্যক্তিগত নাম্বার থেকে উপবৃত্তি দেওয়ার নামে ভুয়া বার্তা প্রেরণ করছে যেখানে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা সরকার থেকে MFS গেটওয়ে এবং ব্যাংক একাউন্টের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌছানো হয়। অর্থাৎ ব্যক্তিগত কোনো নাম্বার থেকে ঐ ধরণের উপবৃত্তি সংক্রান্ত ক্ষুদে বার্তা প্রেরণের কোনো অবকাশ নেই।
আরো পড়ুনঃ বর্ষপূর্তি উপলক্ষে কোকা কোলা কোম্পানি থেকে আইফোন উপহার দেয়ার তথ্যটি ভুয়া
এছাড়া, যেসকল নাম্বার থেকে এই ক্ষুদে বার্তাটি পাঠানো হচ্ছে এবং উপবৃত্তি পাওয়ার জন্য যেই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে সেই নাম্বারগুলোতে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, পূর্বেও একাধিকবার শিক্ষামন্ত্রীর নাম ব্যবহার করে উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে শীর্ষক দাবিতে একটি চক্র প্রতারণার চেষ্টা করেছে। সেসময় বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সর্তক করা হয়েছে।
অর্থাৎ, করোনাভাইরাস এর কারণে শিক্ষার্থীদের ৪,২০০ টাকা উপবৃত্তি দেওয়া হচ্ছে দাবিতে শিক্ষার্থীদের মোবাইল নাম্বারে প্রেরিত ক্ষুদে বার্তাটি সম্পূর্ণ ভুয়া।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: করোনাভাইরাস এর কারণে শিক্ষার্থীদের ৪,২০০ টাকা উপবৃত্তি দেওয়া
- Claimed By: Facebook Posts & SMS
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Statement of Information and Public Relations Officer, Ministry of Education
- Kalerkantho: https://www.kalerkantho.com/online/country-news/2021/09/13/1072988
- Bangla Tribune: https://www.banglatribune.com/others/693814/%E0%A6%89%E0%A6%AA%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%8F%E0%A6%B8
- Jagonews24: https://www.jagonews24.com/country/news/699063
- Banglanews24: https://www.banglanews24.com/public/national/news/bd/886922.details