২০২৪ সালের এসএসসি পরীক্ষার ভুয়া রুটিন প্রচার

সম্প্রতি, ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি দাবিতে একটি রুটিনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

এসএসসি

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার রুটিন এখন পর্যন্ত প্রকাশিত হয়নি বরং ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার রুটিন ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত রুটিনটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার রুটিন দাবিতে প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম।

Source: Facebook Claim Post

ছবিটি পর্যবেক্ষণে বেশকিছু অসঙ্গতি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

  • উক্ত ছবিতে রুটিন প্রকাশের তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে ৯ নভেম্বর ২০২৪; যা অসঙ্গতিপূর্ণ। তারিখের ফন্টের সাথে অন্যান্য টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে।
  • সেখানে শুরুতে উল্লেখিত ‘২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি’ বাক্যটির ২০২৪ অংশের ৪ সংখ্যাটি’র ফন্টের সাথে অন্যান্য সংখ্যার ফন্টের পার্থক্য রয়েছে। এতে বোঝা যায়, ২০২৪ এর শেষে ৪ সংখ্যাটি সম্পাদনার মাধ্যমে বসানো হয়েছে।
  • এছাড়াও, রুটিনটিতে উল্লেখিত পরীক্ষার তারিখগুলোর ফন্টের সাথে অন্যান্য টেক্সট ফন্টের মিল পাওয়া যায়নি। এতে বোঝা যায়, এই তারিখগুলোও সম্পাদনার মাধ্যমে বসানো হয়েছে।

পরবর্তীতে ম্যানুয়ালি অনুসন্ধানের মাধ্যমে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০২৩ এর রুটিনটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

Screenshot: Dhaka Education Board

চলতি বছরের ২০ ফেব্রুয়ারি প্রকাশিত এই রুটিনটি’র সাথে আলোচিত রুটিনটিতে উল্লেখিত সবগুলো বিষয়ের সিরিয়াল এবং দিনের হুবহু মিল পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner

অর্থাৎ, ২০২৩ সালের এই রুটিনটি সম্পাদনার মাধ্যমে ২০২৪ সালের রুটিন দাবিতে প্রচারিত আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এখন পর্যন্ত ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশ হওয়ার সংবাদ পাওয়া যায়নি। 

এছাড়াও বিষয়টি নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এইচএসসি ২০২৪ এর রুটিন এখনো প্রকাশিত হয়নি।

পরবর্তীতে তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘গুজব থেকে সাবধান। এসএসসি পরীক্ষা ২০২৪ এর রুটিন এখনো চূড়ান্ত হয়নি’ শীর্ষক ক্যাপশনে আন্তঃ শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির একটি বিজ্ঞপ্তি পোস্ট করেন।

Screenshot: Facebook

আন্তঃ শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক প্রফেসর আবুল কালাম বাশার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, “এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে শুরু হবে। পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। ইতোমধ্যে ফেসবুক ও বিভিন্ন অনলাইনের মাধ্যমে ছড়িয়ে পড়া এসএসসি পরীক্ষা ২০২৪-এর সময়সূচি দেখা যাচ্ছে, যা ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত বা প্রকাশিত নয়। সময়সূচি চূড়ান্ত হলে সকল বোর্ডের ওয়েবসাইটে এবং জাতীয় পত্রিকাসমূহের মাধ্যমে জানা যাবে।”

এছাড়া ইন্টারনেটে ছড়িয়ে পড়া রুটিনের ছবির  বিষয়ে অনলাইন সংবাদমাধ্যম ডেইলি ক্যাম্পাসকে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, বোর্ডের পক্ষ থেকে রুটিন প্রকাশ হলে সেটা আগে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। আমরা এখনো কোনো রুটিন প্রকাশ করিনি।

অধ্যাপক তপন কুমার আরও বলেন, ‘প্রতি বছর প্রশ্নফাঁসসহ এ ধরনের বিভিন্ন বিষয় নিয়ে একটি চক্র অপতৎপরতা চালিয়ে আসছে। আমরা তাদের বিষয়ে সজাগ রয়েছি। শিক্ষার্থী-অভিভাবকরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করলে আশা করলি বিভ্রান্তি এড়াতে পারবেন। ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সব নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে বোর্ডের পক্ষ থেকে ওয়েবসাইটে রুটিন প্রকাশিত হবে।’

মূলত, ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচির একটি ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে সেখানে উল্লেখিত তারিখগুলো পরিবর্তন করে ২০২৪ সালের বিভিন্ন তারিখ বসিয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি দাবিতে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এখন পর্যন্ত প্রকাশিত হয়নি।

সুতরাং, ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত রুটিনের ছবিটি এডিটেড বা বিকৃত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img