শুক্রবার, মে 23, 2025

বিশ্বনবীকে নিয়ে ড. ইউনূসের উক্তি প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল, প্রথম আলোর নামে ভুয়া ফটোকার্ড 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের একটি অনুষ্ঠানে বক্তব্য প্রদানের একটি ভিডিও ক্লিপ সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়। ২০১০ সালের ০১ অক্টোবর কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত 2010 Beatty Memorial Lecture এ ড. ইউনূস উক্ত বক্তব্য প্রদান করেন৷ সামাজিক উদ্যোগ বিষয়ক আলোচনাটির ১:১৮:৫৮ থেকে ১:১৯:৪০ অংশে তিনি নারী উদ্যোক্তাদের প্রসঙ্গে মহানবী (স.) ও খাদিজা (রা.) কে নিয়ে কথা বলেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘বিশ্বনবী কে নিয়ে ডক্টর মোহাম্মদ  ইউনুস এর ব্যাঙ্গাত্মক উক্তি নিন্দনীয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর’ শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক প্রথম আলোর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিশ্বনবীকে নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর “বিশ্বনবী কে নিয়ে ডক্টর মোহাম্মদ  ইউনুস এর ব্যাঙ্গাত্মক উক্তি নিন্দনীয়।” শীর্ষক কোনো মন্তব্য করেননি এবং প্রথম আলোও উক্ত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।

আলোচিত দাবিতে প্রচারিত প্রথম আলোর ডিজাইন সম্বলিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে ফটোকার্ডটি প্রচারের তারিখের উল্লেখ নেই, যা প্রথম আলোর প্রচলিত ফটোকার্ডে থাকে৷ এছাড়াও, আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের সাথে প্রথম আলোর প্রচলিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের ভিন্নতা রয়েছে। মূলত, প্রথম আলোর ফটোকার্ডের আদলে লোগো ও নাম ব্যবহার করে উক্ত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

Comparison: Rumor Scanner 

বিষয়টি যাচাইয়ে কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে প্রথম আলো’র ভেরিফাইড ফেসবুক পেজ, ওয়েবসাইটইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে উক্ত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেরিফাইড ফেসবুক পেজ যাচাই করেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি৷ 

গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো নির্ভর‍যোগ্য সূত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের “বিশ্বনবী কে নিয়ে ডক্টর মোহাম্মদ  ইউনুস এর ব্যাঙ্গাত্মক উক্তি নিন্দনীয়।” শীর্ষক কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি৷ 

সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে “বিশ্বনবী কে নিয়ে ডক্টর মোহাম্মদ  ইউনুস এর ব্যাঙ্গাত্মক উক্তি নিন্দনীয়।” শীর্ষক প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img