মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

অঞ্চল ভিত্তিক তালিকার মাধ্যমে বহিষ্কার দাবিতে বিএনপির নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি

সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত দল থেকে বহিষ্কার সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি সামাজিক মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

প্রেস বিজ্ঞপ্তিটিতে দাবি করা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরপন্থী অনৈতিক কর্মকান্ডে লিপ্ত এবং যারা লুটপাট, দখলদারিত্ব সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে, অঞ্চল ভিত্তিক তালিকা প্রকাশ করে অতিদ্রুত তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে।’ এছাড়া, প্রেস বিজ্ঞপ্তিটিতে তারিখ হিসেবে ১১ সেপ্টেম্বর ২০২৪ উল্লেখ রয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি আসল নয় বরং, আলোচিত বিজ্ঞপ্তিটি ভুয়া বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য না পেয়ে বিএনপির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটিকে সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে সতর্ক করা হয়েছে। এছাড়াও, ‘BNP Media Cell’ ফেসবুক পেজ থেকেও আলোচিত বিজ্ঞপ্তিটি ভুয়া বলে সতর্ক করা হয়েছে।

Image: BNP

রিজভী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তার স্বাক্ষর জাল করে ভুয়া এই বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। 

সুতরাং, বিএনপির নামে দল থেকে বহিস্কার সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Bangladesh Nationalist Party-BNP: Facebook Post
  • BNP Media Cell: Facebook Post
  • Rumor Scanner’s Own Analysis
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img