প্রবাসী সাংবাদিক ও অনলাইন এক্টিভিস্ট ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে গত ০৫ জানুয়ারি কথা বলেছেন দীর্ঘদিন আত্নগোপনে থাকা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনের ঘটনায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম (বীর উত্তম)। এরই প্রেক্ষিতে “৭১ এ জামায়াতের ভূমিকা নিয়ে জাতীর কাছে ক্ষমা চায়নি এটা আমাকে এখনো পীড়া দেয়। মুজিব কে বিদায় করেছি কিন্তু জাতীকে কলঙ্ক মুক্ত পুরোপুরি করতে পারিনি।- মেজর ডালিম বীর উত্তম” শীর্ষক তথ্যযুক্ত সংবাদমাধ্যম আমার দেশ এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং শেখ মুজিবুর রহমানকে জড়িয়ে শরিফুল হক ডালিম এমন কোনো মন্তব্য করেননি এবং আমার দেশও এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশ এর লোগো ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে জাতীয় দৈনিক আমার দেশ এর নাম, লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ০৫ জানুয়ারি, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে আমার দেশ এর ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আমার দেশ এর ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, আমার দেশ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ডিজাইনেও কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হয়।

এই বিষয়ে অধিকতর নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম যোগাযোগ করে আমার দেশ পত্রিকার নিউজ এডিটর ইলিয়াস হোসাইনের সাথে। তিনি প্রচারিত ফটোকার্ডটি ভুয়া নিশ্চিত করে জানান, “আমার দেশে এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশিত হয়নি।”
প্রসঙ্গত, গতকাল (০৫ জানুয়ারী) সাংবাদিক ইলিয়াস হোসাইনের সাথে ইউটিউবে লাইভ আসেন মেজর ডালিম। সেখানে তিনি প্রায় ২ ঘন্টা সময় ধরে বিভিন্ন প্রশ্নের প্রশ্নোত্তর দেন। সেই লাইভে তিনি আলোচিত দাবি সমর্থিত কোনো কথা বলেননি।
সুতরাং, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে মেজর ডালিমের নামে প্রচারিত এই মন্তব্যটি মিথ্যা এবং আমার দেশ এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Amar Desh – Facebook Post
- Elias Hossain – YouTube Live
- Statement of Elias Hossain, News Editor, The Daily Amar Desh