বৃহস্পতিবার, মে 22, 2025

শেখ হাসিনাকে ছাড়া বিএনপির নির্বাচনে না যাওয়ার বিষয়ে মির্জা ফখরুলের মন্তব্য দাবিতে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইলেক্ট্রনিক গণমাধ্যম যমুনা টেলিভিশনের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি’ এমন কোনো মন্তব্য করেননি। এছাড়াও যমুনা টেলিভিশনও আলোচিত ফটোকার্ডটি প্রচার করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টেলিভিশনের ভিন্ন আরেকটি ফটোকার্ডের শিরোনাম সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে যমুনা টিভি’র নাম ও লোগো রয়েছে। তবে এটি প্রকাশের কোনো তারিখ উল্লেখ নেই।

পরবর্তীতে যমুনা টিভি‘র ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও যমুনা টিভি’র ওয়েবসাইটইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে যমুনা টিভির ফেসবুক পেজ পর্যালোচনা করে ২০২৪ সালের ২৩ নভেম্বর ‘দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

Photocard Comparison by Rumor Scanner 

ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, ‍উক্ত ফটোকার্ডের ডিজাইন এবং ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের মিল রয়েছে। এছাড়াও উভয় ফটোকার্ডে সেটি প্রকাশের তারিখ উল্লেখ নেই এবং দুটোতেই নিচে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম লেখা রয়েছে। পাশাপাশি আলোচিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে যমুনা টেলিভিশনের ফটোকার্ডের ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়। 

সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে যমুনা টেলিভিশনের লোগো সম্বলিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

  • Jamuna Television Facebook Page Post

আরও পড়ুন

spot_img