দেশের শেয়ারবাজারে ক্রমাগত দরপতনের প্রেক্ষিতে গত ৬ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শেয়ারবাজারে অনেক কোম্পানি বিনিয়োগ করছে। কিন্তু অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে তারপরও তাদের দাম বাড়ছে। এগুলো বন্ধ করতে হবে। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া দরকার। এরই প্রেক্ষিতে পদত্যাগ করছেন না বিএসইসি চেয়ারম্যান, মকসুদকে রাখতে জামাত নেতাদের চাপ’ শীর্ষক দাবিতে মূলধারার গণমাধ্যম সমকালের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘পদত্যাগ করছেন না বিএসইসি চেয়ারম্যান, মকসুদকে রাখতে জামাত নেতাদের চাপ’ শীর্ষক দাবিতে সমকাল কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে সমকালের ডিজাইন নকল করে উক্ত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ এতে জাতীয় দৈনিক সমকালের নাম ও লোগো দেখা যায়। এছাড়াও, ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ৬ জানুয়ারি ২০২৫ উল্লেখ করা হয়েছে।
বিষয়টি যাচাইয়ে সমকালের ফেসবুক পেজে গত ৬ জানুয়ারি বা এর আগে-পরে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবি সম্বলিত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, সমকাল কর্তৃক প্রকাশিত অন্যান্য ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির টেক্সট ফন্টের পার্থক্য খুঁজে পাওয়া যায়। এছাড়াও, ফটোকার্ড দুটির ডিজাইনেও রয়েছে ভিন্নতা।

এ বিষয়ে সমকাল কর্তৃপক্ষও রিউমর স্ক্যানারকে জানিয়েছে, কার্ডটি সমকালের নয়। সমকালের ভেরিফায়েড পেজে এই কার্ড প্রকাশ হয়নি।
সুতরাং, ‘পদত্যাগ করছেন না বিএসইসি চেয়ারম্যান, মকসুদকে রাখতে জামাত নেতাদের চাপ’ শীর্ষক দাবিতে সমকালের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Samakal Facebook: Page
- Samakal: YouTube Channel
- Samakal: Website