শনিবার, মে 24, 2025

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি প্রসঙ্গে মির্জা ফখরুলকে জড়িয়ে কালবেলার নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল। আন্দোলনের একপর্যায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় প্রবেশ করে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল। এরপর জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ ও নারীদের ৩৭ বছর করার সুপারিশ দেওয়ার তথ্য একাধিক গণমাধ্যমে এসেছে। এরই প্রেক্ষিতে “জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ আমলে না নিলে, কমিটি কমিশন নাটক করলেন কেন?” শীর্ষক তথ্যে বা শিরোনামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবিসহ জাতীয় দৈনিক কালবেলার লোগো সম্বলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

উক্ত দাবিতে কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, “জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ আমলে না নিলে, কমিটি কমিশন নাটক করলেন কেন?” শীর্ষক মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেননি এবং একই দাবিতে কালবেলা কোনো ফটোকার্ডও প্রকাশ করেনি বরং, কালবেলার ফটোকার্ডের ডিজাইন নকল করে ভুয়া দাবি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে প্রকাশের তারিখ ১৭ অক্টোবর উল্লেখ পাওয়া যায়। তবে অনুসন্ধানে ১৭ অক্টোবর তারিখে গণমাধ্যমটির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। কালবেলার ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটির সাথে কালবেলা কর্তৃক প্রকাশিত ফটোকার্ডেরও পার্থক্য রয়েছে। পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। 

Photocard Comparison: Rumor Scanner

সুতরাং, “জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ আমলে না নিলে, কমিটি কমিশন নাটক করলেন কেন?” শীর্ষক তথ্য বা শিরোনামে দৈনিক কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img