সম্প্রতি, জনপ্রিয় আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এর ছবি ব্যবহার করে ‘পায়ুপথে ১ কেজি স্বর্ণ নিয়ে ধরা মেসির বউ’ শীর্ষক শিরোনামে বা তথ্যে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ফেসবুকে প্রচারিত উক্ত দাবির একটি পোস্টেই প্রায় ২৬ হাজার প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এছাড়াও প্রায় ৩ হাজারটি মন্তব্য করা হয়েছে। পাশাপাশি পোস্টটি ২০১ বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘পায়ুপথে ১ কেজি স্বর্ণ নিয়ে ধরা মেসির বউ’ শীর্ষক শিরোনাম বা তথ্যে যমুনা টিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি প্রচারের তারিখ ১ জুন ২০২৪ এবং যমুনা টিভির লোগো উল্লেখ রয়েছে। লোগো এবং প্রচারের তারিখের সূত্রে যমুনা টিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এমন দাবি সম্পর্কিত কোনো সংবাদ বা ফটোকার্ড পাওয়া না গেলেও যমুনা টিভির ফেসবুক পেজে ‘পায়ুপথে ১ কেজি স্বর্ণ নিয়ে ধরা গ্রেফতার বিমানবালা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডের ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডের ডিজাইনের হুবহু মিল খুঁজে পাওয়া যায়। তবে, আলোচিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে যমুনা টিভির ফটোকার্ডের ফন্টের পার্থক্য পরিলক্ষিত হয়।
আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ‘পায়ুপথে ১ কেজি স্বর্ণ নিয়ে ধরা গ্রেফতার বিমানবালা’ বাক্যের পরিবর্তে ‘পায়ুপথে ১ কেজি স্বর্ণ নিয়ে ধরা মেসির বউ’ শীর্ষক বাক্যটি যুক্ত করা হয়েছে।
পরবর্তীতে যমুনা টেলিভিশনের উক্ত ফটোকার্ড পোস্টটির মন্তব্যের ঘর থেকে ‘পায়ুপথে স্বর্ণ নিয়ে ধরা, গ্রেফতার বিমানবালা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ মে ভারতের কেরালার কান্নুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সুরভী খাতুন নামের এক বিমানবালার পায়ুপথ থেকে ৯৬০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।
যা থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, যমুনা টিভির ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডটিকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, আলোচিত দাবিটির বিষয়ে অধিকতর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে দেশীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশ্বস্ত কোনো সূত্রে তথ্যটির সত্যতা পাওয়া যায়নি।
মূলত, যমুনা টিভির ফেসবুক পেজে গত ১ জুন ‘পায়ুপথে ১ কেজি স্বর্ণ নিয়ে ধরা গ্রেফতার বিমানবালা’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড প্রচারিত হয়। উক্ত ফটোকার্ডটিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে জনপ্রিয় আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর ছবি ব্যবহার করে ‘পায়ুপথে ১ কেজি স্বর্ণ নিয়ে ধরা মেসির বউ’ শীর্ষক শিরোনামে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
সুতরাং,‘পায়ুপথে ১ কেজি স্বর্ণ নিয়ে ধরা মেসির বউ’ শীর্ষক শিরোনামে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Jamuna Televison Facebook Page
- Jamuna Television Website
- Jamuna Televison Facebook: সুরভী খাতুন নামের ওই বিমানবালা ওমানের রাজধানী মাস্কট থেকে একটি ফ্লাইটে ফিরছিলেন……
- Rumor Scanner’s Own Analysis