সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছে সারজিস আলম দাবিতে যমুনা টিভির ভুয়া ফটোকার্ড 

সম্প্রতি, ‘সমন্বয়ক সারজিস আলম আমাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছে৷ – সিমরিন লুবাবা’ শীর্ষক শিরোনামে ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হয়েছে৷ 

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ), 

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সমন্বয়ক সারজিস আলম আমাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছে৷ – সিমরিন লুবাবা’ শীর্ষক শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির লোগো ব্যবহার করে তাদের প্রচলিত ফটোকার্ডের আদলে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে যমুনা টিভির লোগো দেখতে পাওয়া যায়। তবে, এটি প্রকাশের তারিখের উল্লেখ পাওয়া যায়নি যা যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডে থাকে৷ এছাড়া, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়৷ 

Comparison: Rumor Scanner.

এই বিষয়ে অধিকতর নিশ্চিত হতে যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজ, ওয়েবসাইটইউটিউব চ্যানেলে প্রচারিত ফটোকার্ড ও সংবাদগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

এছাড়া, সিমরিন লুবাবার ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে তার এমন কোনো বক্তব্য দেওয়ার সত্যতা মেলেনি। যমুনা টেলিভিশন ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ‘সমন্বয়ক সারজিস আলম আমাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছে৷ – সিমরিন লুবাবা’ শীর্ষক শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img