দাবি: “বৈশম্যবিরোধী আন্দোলনের ১০ সমন্বয়ক ১ দফা দাবীর কর্মসূচির আগের রাতেই ঢাবি ক্যাম্পাস ছেড়ে লাপাত্তা” শীর্ষক তথ্যে বা শিরোনামে ইলেক্ট্রনিক গণমাধ্যম ইনডিপেনডেন্ট টেলিভিশনের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, “বৈশম্যবিরোধী আন্দোলনের ১০ সমন্বয়ক ১ দফা দাবীর কর্মসূচির আগের রাতেই ঢাবি ক্যাম্পাস ছেড়ে লাপাত্তা” শীর্ষক তথ্যে বা শিরোনামে ইনডিপেনডেন্ট টেলিভিশন কোন ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ডিজাইন সম্বলিত আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। অনুসন্ধানে গণমাধ্যমটির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। ইনডিপেনডেন্ট টেলিভিশনের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়া, আলোচিত ফটোকার্ডটির সাথে ইনডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের পার্থক্যও রয়েছে। পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, “বৈশম্যবিরোধী আন্দোলনের ১০ সমন্বয়ক ১ দফা দাবীর কর্মসূচির আগের রাতেই ঢাবি ক্যাম্পাস ছেড়ে লাপাত্তা” শীর্ষক তথ্য বা শিরোনামে ইনডিপেনডেন্ট টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।
তথ্যসূত্র
- Independent Television – Facebook Post
- Independent Television – Website
- Independent Television – Youtube