ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ফিরছে দাবিতে নয়া দিগন্ত এর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফিরছে, মেয়েদের জন্য বাধ্যতামূলক হচ্ছে বোরখা, হারাম প্রেম নিষিদ্ধ দাবিতে জাতীয় দৈনিক নয়া দিগন্ত এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে

ফেসবুক পোস্ট: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফিরছে শীর্ষক তথ্যে বা শিরোনামে নয়া দিগন্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং গণমাধ্যমটির ফটোকার্ডের আদলে ভুয়া তথ্য সম্বলিত নকল এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে এতে নয়া দিগন্তর লোগো থাকার বিষয়টি দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে নয়া দিগন্তর ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। অন্য কোনো মূলধারার গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তাছাড়াও নয়া দিগন্তর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের লেখার সাথে নয়া দিগন্ত এর ফটোকার্ডের শিরোনাম লেখার ফন্ট ও কালারের মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়। এছাড়া, ‘ইবিতে ফিরছে শিবির’ লেখাটি বন্ধনীর মধ্যে থাকায়  অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়।

Photocard Comparison: Rumor Scanner

নয়া দিগন্তর ফেসবুক পেজ পর্যবেক্ষণে গত ০৯ আগস্ট এই বিষয়ে একটি ফটোকার্ড পোস্টের মাধ্যমে উল্লেখ করা হয় ‘এমন কোনো খবর নয়া দিগন্ত প্রচার করেনি।’

সুতরাং, ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফিরছে তথ্যে বা শিরোনামে ‘নয়া দিগন্ত’ লোগো ব্যবহার করে ইন্টারনেটে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Daily Naya Diganta: Facebook Page Post
  • Rumor Scanner’s own analysis

আরও পড়ুন

spot_img