সম্প্রতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ছবি যুক্ত করে ‘দিল্লিতে শেখ হাসিনা কে ধর্ষন চেষ্টা।’ শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম বাংলাভিশন’র ফটোকার্ডের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘দিল্লিতে শেখ হাসিনা কে ধর্ষন চেষ্টা।’ শীর্ষক দাবিতে বাংলাভিশন বা অন্য কোনো গণমাধ্যম কোনো প্রতিবেদন বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং, বাংলাভিশনের ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ডের শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটি বাংলাভিশনের ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডের ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে। আলোচিত ফটোকার্ডটিতে প্রকাশের তারিখ হিসেবে ০৮ সেপ্টেম্বর ২০২৪ উল্লেখ রয়েছে।
আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে বাংলাভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে ০৮ সেপ্টেম্বর প্রকাশিত উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে গণমাধ্যমটির ফেসবুক পেজে গত ০৮ সেপ্টেম্বর “দিল্লিতে ‘গৃহবন্দী’ দশায় শেখ হাসিনা” শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডের সঙ্গে আলোচিত দাবিতে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটিতে ব্যবহৃত গ্রাফিক্যাল ডিজাইন ও শেখ হাসিনার ছবির মিল খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে এই ফটোকার্ডটির সাথে আলোচিত ফটোকার্ডটির তূলনামূলক বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ড দুটির ছবির মিল থাকলেও আলোচিত ফটোকার্ডের শিরোনাম ও শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে বাংলাভিশনের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ফন্টের ডিজাইনের মিল নেই।
Photocard Comparison: Rumor Scanner
আলোচিত ফটোকার্ডটির শিরোনামে “দিল্লিতে ‘গৃহবন্দী’ দশায় শেখ হাসিনা” বাক্যাংশের পরিবর্তে “দিল্লিতে শেখ হাসিনা কে ধর্ষন চেষ্টা।” বাক্যাংশটি যুক্ত করা হয়েছে। এটি থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, বাংলাভিশনের ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডটিকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
একই দিনে অর্থাৎ গত ০৮ সেপ্টেম্বর বাংলাভিশনের ওয়েবসাইটে “দিল্লিতে ‘গৃহবন্দী’ দশায় শেখ হাসিনা” শিরোনামে প্রকাশিত এই সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদনের বরাতে জানা যায়, শেখ হাসিনা ভারতের দিল্লির কাছাকাছি এলাকায় একটি বাড়িতে অবস্থান করছেন। ঐ বাড়ি থেকে তার বের হওয়ার অনুমতি নেই এবং তিনি কারো সাথে যোগাযোগও করতে পারছেন না।
পরবর্তী অনুসন্ধানে অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, শেখ হাসিনাকে জড়িয়ে ‘দিল্লিতে শেখ হাসিনা কে ধর্ষন চেষ্টা।’ শীর্ষক শিরোনামে বাংলাভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- BanglaVision Facebook Post: দিল্লিতে ‘গৃহবন্দী’ দশায় শেখ হাসিনা
- BanglaVision Website: দিল্লিতে ‘গৃহবন্দী’ দশায় শেখ হাসিনা
- Rumor Scanner’s Own Analysis