সম্প্রতি, “অবৈধ পথে ভারত পালাতে গিয়ে বিজিবির হাতে আটক আওয়ামীলীগ নেতা আজমত উল্লাহ” শীর্ষক তথ্যে বা শিরোনামে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খানের ছবিসহ ইলেক্ট্রনিক গণমাধ্যম যমুনা টেলিভিশনের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, “অবৈধ পথে ভারত পালাতে গিয়ে বিজিবির হাতে আটক আওয়ামীলীগ নেতা আজমত উল্লাহ” শীর্ষক তথ্যে বা শিরোনামে যমুনা টেলিভিশন কোন ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে যমুনা টেলিভিশনের ডিজাইন সম্বলিত আলোচিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ হিসেবে ১১ অক্টোবর, ২০২৪ তারিখের কথা উল্লেখ করা হয়েছে। তবে অনুসন্ধানে ১১ অক্টোবর তারিখে গণমাধ্যমটির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। যমুনা টেলিভিশনের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।
এছাড়া, আলোচিত ফটোকার্ডটির সাথে যমুনা টেলিভিশনের কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্য রয়েছে।
Photocard Comparison: Rumor Scanner
বিষয়টি অধিকত নিশ্চিতের জন্য গণমাধ্যমটির নিউ মিডিয়া এডিটর রুবেল মাহমুদের সাথে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, যমুনা টেলিভিশন এমন কোনো সংবাদ প্রকাশ করেনি।
পাশাপাশি, মো. আজমত উল্লা খান বিজিবির হাতে ধরা পড়ার বিষয়ে দেশিয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কোনো গ্রহণযোগ্য তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, মো. আজমত উল্লা খানের বর্তমানে কোথায় অবস্থান করছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি।
সুতরাং, “অবৈধ পথে ভারত পালাতে গিয়ে বিজিবির হাতে আটক আওয়ামীলীগ নেতা আজমত উল্লাহ” শীর্ষক তথ্য বা শিরোনামে যমুনা টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।