শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিকে জড়িয়ে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

‘দুর্বলতার সুযোগ নিয়ে শেখ হাসিনাকে ধর্শনের চেষ্টা করেন নরেন্দ্র মোদি’ শীর্ষক তথ্যে বা শিরোনামে ইলেক্ট্রনিক গণমাধ্যম যমুনা টেলিভিশনের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

শেখ হাসিনা

ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ)।

ইউটিউব ভিডিও এখানে (আর্কাইভ)।

ফ্যাক্ট

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, “দুর্বলতার সুযোগ নিয়ে শেখ হাসিনাকে ধর্শনের চেষ্টা করেন নরেন্দ্র মোদি” শীর্ষক তথ্যে বা শিরোনামে যমুনা টিভি কোন ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে যমুনা টিভির ডিজাইন সম্বলিত আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে যমুনা টিভির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। যমুনা টিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়া, আলোচিত ফটোকার্ডটির সাথে যমুনা টিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের ফন্টেরও পার্থক্য রয়েছে। পরবর্তীতে অন্যান্য গণমাধ্যমেও এ সংক্রান্ত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, “দুর্বলতার সুযোগ নিয়ে শেখ হাসিনাকে ধর্শনের চেষ্টা করেন নরেন্দ্র মোদি” শীর্ষক তথ্য বা শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img