উপদেষ্টা আসিফ মাজারে গাঁজা খাওয়ার বিষয়ে এমন মন্তব্য করেননি, গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড

সম্প্রতি, যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ছবি যুক্ত করে ‘যারা মাজারে বসে গাঁজা খাচ্ছে তাদেরকে গণপিটুনি দিন – উপদেষ্টা আসিফ মাহমুদ’ শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম দ্য বাংলাদেশ মোমেন্টস’র ফটোকার্ডের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘যারা মাজারে বসে গাঁজা খাচ্ছে তাদেরকে গণপিটুনি দিন – উপদেষ্টা আসিফ মাহমুদ’ শীর্ষক দাবিতে দ্য বাংলাদেশ মোমেন্টস এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং আসিফ মাহমুদও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটি দ্য বাংলাদেশ মোমেন্টস এর ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডের ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে। তবে, আলোচিত ফটোকার্ডটিতে প্রকাশের তারিখের উল্লেখ পাওয়া যায়নি।

দাবিটির সত্যতা যাচাইয়ে দ্য বাংলাদেশ মোমেন্টস এর ভেরিফাইড ফেসবুক পেজওয়েবসাইট পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, অন্য কোনো মূলধারার গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। 

তাছাড়া, দ্য বাংলাদেশ মোমেন্টস এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ‘যারা মাজারে বসে গাঁজা খাচ্ছে তাদেরকে গণপিটুনি দিন’ শিরোনামে ব্যবহৃত ফন্টে ভিন্নতা পরিলক্ষিত হয়।

Photocard Comparison: Rumor Scanner 

সুতরাং, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উদ্ধৃত করে ‘যারা মাজারে বসে গাঁজা খাচ্ছে তাদেরকে গণপিটুনি দিন’ শীর্ষক শিরোনামে দ্য বাংলাদেশ মোমেন্টস এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img