জিয়া আমাকে দিল্লি থেকে এনে নাগরিকত্ব দিয়েছে শীর্ষক মন্তব্য করেননি প্রধানমন্ত্রী, ভুয়া ফটোকার্ডে অপপ্রচার

বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক ‘ইন্ডিয়া আউট’ নামে ভারত বিরোধী এক ধরনের প্রচারণা নজরে এসেছে রিউমর স্ক্যানারের। এর অংশ হিসেবে ভারতের পণ্যসহ দেশটিকে ‘বয়কট’ নিয়ে করা নিয়ে বিভিন্ন ধরণের ক্যাম্পেইন চলছে। এর প্রেক্ষিতে গত ২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টির সমালোচনাও করেন। তিনি বলেন,  আমি এখন বলবো বিএনপির নেতারা “যদি বাসায় গিয়ে বউদের ভারতীয় শাড়ি পোড়ান, সেদিন বিশ্বাস করবো আপনারা সত্যি ভারতীয় শাড়ি বর্জন করলেন। ভারতীয় মসলা তারা খেতে পারবে কিনা এ উত্তর তাদের দিতে হবে। আপনারা এ পণ্য সত্যি বর্জন করছেন কিনা, এ কথাটাই আমরা জানতে চাই।”

সম্প্রতি, ভারত বয়কট সম্পর্কে শেখ হাসিনার মন্তব্য দাবিতে একটি তথ্য ফেসবুকে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। “জিয়া আমাকে দিল্লি থেকে এনে নাগরিকত্ব দিয়েছে, কিন্তু দিল্লির খেয়ে আমি বড় হয়েছি। তাই ভারত মাতাকে বর্জন নয়।”- শীর্ষক শিরোনামে বা তথ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত করে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’ এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ডের মাধ্যমে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

উক্ত ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কোনো মন্তব্য করেননি এবং চ্যানেল আইও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে চ্যানেল আই এর ডিজাইনের আদলে উক্ত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে চ্যানেল আই এর ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য রয়েছে। 

Photocard Comparison: Rumor Scanner 

অর্থাৎ, আলোচিত ফটোকার্ডটি চ্যানেল আই এর ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে। 

চ্যানেল আই এর ভেরিফাইড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করেও উক্ত শিরোনামে বা তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, চ্যানেল আই এর ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যালোচনা করেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মন্তব্য করেছেন কি না সে বিষয়ে অনুসন্ধান প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। 

প্রধানমন্ত্রী গত ২৭ মার্চ ভারত বয়কট নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেখানেও এই সংক্রান্ত কোনো মন্তব্য তিনি করেননি। 

মূলত, সম্প্রতি জিয়া আমাকে দিল্লি থেকে এনে নাগরিকত্ব দিয়েছে, কিন্তু দিল্লির খেয়ে আমি বড় হয়েছি। তাই ভারত মাতাকে বর্জন নয়।”- শীর্ষক শিরোনামে বা তথ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত করে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’ এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চ্যানেল আই এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। এছাড়া, শেখ হাসিনার মন্তব্যের বিষয়ে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, “জিয়া আমাকে দিল্লি থেকে এনে নাগরিকত্ব দিয়েছে, কিন্তু দিল্লির খেয়ে আমি বড় হয়েছি। তাই ভারত মাতাকে বর্জন নয়।” শীর্ষক মন্তব্যটি শেখ হাসিনার দাবিডে ফেসবুকে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img