সম্প্রতি, ‘সকল গাঁজা ব্যবসায়ি কে আটক করা হবে ইনশাআল্লাহ উপদেষ্টা আসিফ।’ শীর্ষক শিরোনাম বা তথ্যে দ্যা ডেইলি ক্যাম্পাস এর লোগো সম্বলিত ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জড়িয়ে ‘সকল গাঁজা ব্যবসায়ি কে আটক করা হবে ইনশাআল্লাহ উপদেষ্টা আসিফ।’ শীর্ষক শিরোনামে দ্যা ডেইলি ক্যাম্পাস এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং আসিফ মাহমুদও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দ্যা ডেইলি ক্যাম্পাস এর লোগো ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে দ্যা ডেইলি ক্যাম্পাস এর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ৪সেপ্টম্বর, ২০২৪ তারিখের কথা উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে দ্য ডেইলি ক্যাম্পাস ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও দ্য ডেইলি ক্যাম্পাস এর ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে, দ্য ডেইলি ক্যাম্পাস এর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ৪ সেপ্টম্বর আলোচিত ফটোকার্ডের বিষয়ে একটি পোস্ট পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটি ভুয়া উল্লেখ করে গণমাধ্যমটি জানায় ‘ফেসবুকে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি ভুয়া’
সুতরাং, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জড়িয়ে ‘সকল গাঁজা ব্যবসায়ি কে আটক করা হবে ইনশাআল্লাহ উপদেষ্টা আসিফ।’ শীর্ষক শিরোনামে দ্যা ডেইলি ক্যাম্পাস নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- The Daily Campus: Facebook Post
- Rumor Scanner’s Own Analysis