সম্প্রতি, ‘হিন্দু দেখলেই ধোনের আগা কেটে নিচ্ছে মুসলিমরা!’ শীর্ষক শিরোনামে ভারতের আনন্দবাজার পত্রিকার ফটোকার্ডের ডিজাইনের আদলে একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘হিন্দু দেখলেই ধোনের আগা কেটে নিচ্ছে মুসলিমরা!’ শীর্ষক শিরোনামে ভারতের আনন্দবাজার পত্রিকা কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আনন্দবাজার পত্রিকার ফটোকার্ডের ডিজাইনের আদলে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
দাবির সত্যতা যাচাইয়ে আনন্দবাজার পত্রিকার ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইটেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, আনন্দবাজার পত্রিকার ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের ভিন্নতা পরিলক্ষিত হয়। এবং আনন্দবাজার পত্রিকার ফেসবুক পেজে প্রচারিত ফটেকার্ডে ‘আনন্দবাজার অনলাইন’ লেখা থাকে। তবে কথিত এই ফটোকার্ডে লেখা রয়েছে ‘আনন্দবাজার পত্রিকা।’
এ বিষয়ে জানতে আনন্দবাজার পত্রিকা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে রিউমর স্ক্যানারকে জানানো হয়, ‘আনন্দবাজারে এমন কিছু পাবলিশ করেনি। এই ফন্টও আনন্দবাজারের নয়।’
সুতরাং, আনন্দবাজার পত্রিকাকে জড়িয়ে ‘হিন্দু দেখলেই ধোনের আগা কেটে নিচ্ছে মুসলিমরা!’ শীর্ষ শিরোনামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Anandabazar Patrikas Staement
- Rumor Scanner’s Own Analysis