মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

আওয়ামী লীগের নেতাকর্মীদের মদদ দিলে আজীবন বহিষ্কারের নির্দেশনা দিয়ে বিএনপির নামে প্রচারিত এই বিজ্ঞপ্তিটি ভুয়া

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর “বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মী আওয়ামীলীগ নেতাদের মদদ দিলে আজীবন বহিষ্কার” দাবিতে দলটির অফিশিয়াল প্যাডে লেখা একটি কথিত বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর সম্বলিত প্রচারিত কথিত ঘোষণাপত্রটির সারমর্ম এমন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল সহ সকল অঙ্গসংগঠনের জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিট, ইত্যাদি পর্যায়ের নেতাকর্মীকে আদেশ করা হচ্ছে যারা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠন, আওয়ামীগের আত্বীয় বা গোষ্ঠী কে যে সকল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা মদদ দিচ্ছেন সাথে করে নিয়ে ঘুরছেন, তাদের ব্যাপারে সুপারিশ করছেন, তাদের বাসায় বাসায় গিয়ে সান্ত্বনা দিচ্ছেন, বলছেন আমার আত্মীয়, আমার বন্ধু, সেই সব বিএনপির নেতা কর্মী কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠন থেকে আজিবনের জন্য বহিষ্কার করা হবে।

আওয়ামী

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির নামে প্রচারিত বিজ্ঞপ্তিটি দলটি প্রকাশ করেনি বরং বিএনপির পক্ষ থেকে এই ঘোষণাপত্রকে ভুয়া বলে নিশ্চিত করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে ঘোষণাপত্রটির বিষয়ে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ এবং মিডিয়া সেল এর ফেসবুকে পেজে অনুসন্ধান করলে এমন কোনো বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।

তবে বিএনপির মিডিয়া সেলের অফিশিয়াল ফেসবুক পেজে আজ (৩০ আগস্ট) রুহুল কবির রিজভীর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়।

Screenshot: BNP Media Cell

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সাথে আলোচিত বিজ্ঞপ্তিটির কোনো সম্পর্ক নেই। পাশাপাশি তিনি বিজ্ঞপ্তিটিকে ভুয়া ও বিভ্রান্তিমূলক উল্লেখ করেন এবং এটি উদ্দেশ্যপ্রণোতিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার কথা জানান।

এছাড়া, আলোচিত বিজ্ঞপ্তিটিতে ব্যবহৃত ফন্টের সাথে বিএনপি কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ফন্টের মধ্যেও পার্থক্য লক্ষ্য করা যায়।

Notice Comparison By Rumor Scanner

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর সম্বলিত ভুয়া একটি বিজ্ঞপ্তিটির ছবি ফেসবুকে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img