সম্প্রতি, রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে টয়লেট ব্যবহারের আগে হারপিক নিয়ে আসতে হবে, টয়লেট ব্যবহারের পর ভালো মতো পরিষ্কার করতে হবে এবং নিজে পরিষ্কার করতে না চাইলে ১০ টাকা প্রদান করতে হবে শীর্ষক দাবিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর লোগোযুক্ত একটি নোটিশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত নোটিশটি ডিএমটিসিএল কর্তৃপক্ষ দেয়নি বরং মেট্রোরেল সার্ভিস সংক্রান্ত একটি ফেসবুক গ্রুপে ব্যাঙ্গাত্মকভাবে উক্ত নোটিশটি তৈরি করে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে Metro Memes নামের একটি ফেসবুক গ্রুপে গত ০২ সেপ্টেম্বর এই নোটিশ সংবলিত প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে পোস্টদাতার পরিচয় প্রকাশ করা হয়নি। পরবর্তীতে, এই নোটিশের বিষয়ে উক্ত ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের সাথে যোগাযোগ করা হলে প্রচারিত নোটিশটি সঠিক নয় ও বিনোদনের উদ্দেশ্যে ব্যাঙ্গাত্মকভাবে তৈরি করা হয়েছে বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন তারা।
পরবর্তীতে, অনুসন্ধানে কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত নোটিশটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি এবং মেট্রোরেল স্টেশনেও এমন কোনো নোটিশের ছবি থাকার প্রমাণ মেলেনি।
বিষয়টি সম্পর্কে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। প্রচারিত নোটিশটি সঠিক নয় বলে নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।
তবে, মেট্রোরেল স্টেশনে টয়লেট ব্যবহার সংক্রান্ত নোটিশ সম্পর্কে মূলধারার গণমাধ্যম দেশ রূপান্তর এর ওয়েবসাইটে গত ০৮ মে প্রকাশিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের বরাতে জানা যায়, মেট্রোরেলের টয়লেটসমূহ ‘মেসার্স বৈশাখী সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড’ নামক এক প্রতিষ্ঠানকে এই ইজারা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এতে মেট্রোরেলের স্টেশনগুলোতে টয়লেট ব্যবহার করতে প্রত্যেক যাত্রীকে ১০ টাকা করে দিতে হবে।
সুতরাং, মেট্রোরেল স্টেশনে টয়লেট ব্যবহারের জন্য হারপিক নিয়ে যাওয়া, টয়লেট পরিষ্কার করা অথবা পরিষ্কার না করলে ১০ টাকা ফি দেওয়ার দাবিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর লোগো যুক্ত একটি নোটিশ প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Statement from Metro Meme Group Admin
- Statement from Dhaka Mass Transit Company Limited Authority
- Rumor Scanner’s Own Research