ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ ইস্যুতে গতকাল ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। যাতে অসংখ্য শিক্ষার্থী আহত হন। এরই প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুয়েটে ছাত্রদলের বর্তমান কমিটির সকলকে সাময়িক বহিষ্কার এবং সকল সাংগঠনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার দাবিতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
কথিত এই প্রেস বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে,“বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরাবরই শান্তিপূর্ণ ও নিরাপদ ক্যাম্পাস প্রত্যাশা করে। সেই লক্ষ্যেই ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয় কুয়েট ক্যাম্পাসে। কিন্তু দুঃখজনক ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিবিরের এবং সাধারণ শিক্ষার্থী সাথে আজ কুয়েট ক্যাম্পাসে অনাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে তার নিন্দা জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। ছাত্র আন্দোলন শীর্ষ স্থানীয় নেতৃত্বের সাথে পরামর্শ এবং উপদেশ নিয়ে, নিরাপদ ক্যাম্পাসের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সাধারণ শিক্ষার্থীর স্বার্থে কুয়েটে ছাত্রদলের বর্তমান কমিটির সকলকে সাময়িক বহিষ্কার এবং সকল সাংগঠনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে। সেই সাথে, আজকের ঘটনায় ছাত্রদল কিংবা যারাই জড়িত, তাঁদের আইনের আওতায় এনে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) এ ছাত্রদলের কোনো কমিটিই নেই। কুয়েটে ছাত্রদলের বর্তমান কমিটির সকলকে সাময়িক বহিষ্কার এবং সকল সাংগঠনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া। প্রকৃতপক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কুয়েট ছাত্রদল নিয়ে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কথিত প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ হিসেবে ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে উক্ত তারিখে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও কথিত প্রেস বিজ্ঞপ্তিটি খুঁজে পাওয়া যায়নি।
তবে, সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে গত ১৪ জানুয়ারি আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি নিয়ে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি মিথ্যা, ভুয়া ও ভিত্তিবিহীন বলে জানানো হয়।

কুয়েটের সংঘর্ষ ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর পক্ষ থেকে বেশকিছু পদক্ষেপ (১,২,৩) গ্রহণের কথা জানানো হয়েছে।
এক বিবৃতিতে ছাত্রদল জানিয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধানের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৩ সদস্যের কমিটি গঠন করেছে। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় সংসদকে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, কুয়েটে সংঘর্ষের সময় রামদা হাতে দাঁড়িয়ে থেকে ভাইরাল হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
সুতরাং, কুয়েটে ছাত্রদলের বর্তমান কমিটির সকলকে সাময়িক বহিষ্কার এবং সকল সাংগঠনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে দাবিতে কেন্দ্রীয় ছাত্রদলের নামে ফেসবুকে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Prothom Alo: কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ
- Bangladesh Jatiyotabadi Chatrodol: Post
- Bangladesh Jatiyotabadi Jubodal: Post
- Rumor Scanner’s Own Analysis