গণমাধ্যমের ফটোকার্ডের ডিজাইন নকল করে শাকিব খানকে জড়িয়ে বুবলীর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, চিত্র নায়িকা শবনম বুবলী ও চিত্র নায়ক শাকিব খান সম্পর্কে ‘শাকিব আমার চরিত্র নিয়ে কথা বলে, শাকিব কি দুধে ধোয়া তুলসী পাতা – বুবলী’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

বুবলী

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পোস্টে ব্যবহৃত ফটোকার্ডটি মূলধারার গণমাধ্যম আরটিভির ফটোকার্ডের আদলে তৈরি করা, কিন্তু ফটোকার্ডে সুকৌশলে গণমাধ্যমটির লোগো কেটে দেয়া হয়েছে। ‘শাকিব আমার চরিত্র নিয়ে কথা বলে, শাকিব কি দুধে ধোয়া তুলসী পাতা – বুবলী’ শীর্ষক দাবিতে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম আরটিভি বা অন্য কোনো গণমাধ্যম কোনো প্রতিবেদন বা ফটোকার্ড  প্রকাশ করেনি।  প্রকৃতপক্ষে, আরটিভির  ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষনে দেখা যায়, ফটোকার্ডটি আরটিভির ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডের ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে। আলোচিত ফটোকার্ডটিতে প্রকাশের তারিখ উল্লেখ করা আছে ০২ মে, ২০২৪। আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে ফটোকার্ডটিতে থাকা তারিখ এবং লোগো’র সূত্র ধরে আরটিভি‘র ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আরটিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তাছাড়াও আরটিভি’র পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ‘শাকিব আমার চরিত্র নিয়ে কথা বলে, শাকিব কি দুধে ধোয়া তুলসী পাতা’ লেখাটির সাথে আরটিভি’র প্রচলিত ফটোকার্ডের শিরোনাম লেখার প্যার্টান ও ফন্টের মধ্যে সম্পূর্ণ ভিন্নতা রয়েছে।

অর্থাৎ, ‘শাকিব আমার চরিত্র নিয়ে কথা বলে, শাকিব কি দুধে ধোয়া তুলসী পাতা – বুবলী’ শীর্ষক শিরোনামে আরটিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গত ০২ মে আরটিভির ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ড নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূলত, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘শাকিব আমার চরিত্র নিয়ে কথা বলে, শাকিব কি দুধে ধোয়া তুলসী পাতা – বুবলী’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে জানা যায়, কোনো গণমাধ্যম এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং অভিনেত্রী শবনম বুবলীও এমন কোনো মন্তব্য করেননি। ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি আরটিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে। ফটোকার্ডটিতে আরটিভির আদলে গ্রাফিক্যাল ডিজাইনের পাশাপাশি তারিখ উল্লেখ করা হলেও এতে সুকৌশলে গণমাধ্যমটির লোগো ব্যবহার করা হয়নি।

সুতরাং, অভিনেত্রী শবনম বুবলীকে উদ্ধৃত করে ‘শাকিব আমার চরিত্র নিয়ে কথা বলে, শাকিব কি দুধে ধোয়া তুলসী পাতা ’ শীর্ষক শিরোনামে প্রচারিত মন্তব্যটি বানোয়াট এবং উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img