বৃহস্পতিবার, মে 22, 2025

নেতানিয়াহু পদত্যাগ করেছেন শীর্ষক দাবিটি ভুয়া

সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জড়িয়ে “অবশেষে পদত্যাগ করলেন নেতানিয়াহু” শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে প্রচারিত কথিত সংবাদ প্রতিবেদন দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পদত্যাগ করেছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইট ব্যবহার করে প্রকাশিত ভুয়া সংবাদ সত্য দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ফেসবুক পোস্টগুলোর কমেন্টে সূত্র হিসেবে একটি সংবাদের লিংক দেওয়া হয়েছে।  
উক্ত লিংকে প্রবেশ করে উক্ত সাইটটির ডোমেইন লক্ষ্য করলে দেখা যায়, এটি ‘sadhinnews247’ নাম ব্যবহার করে ব্লগস্পটের বিনামূল্যের একটি ডোমেইন সাইট হিসেবে তৈরি করা হয়েছে। উক্ত ‘sadhinnews247’ নামের এই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইটে অবশেষে পদত্যাগ করলেন নেতানিয়াহু শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি গত ১৩ এপ্রিলে প্রকাশিত হতে দেখা যায় এবং এটিই আলোচিত দাবিটির সম্ভাব্য উৎস বলে প্রতীয়মান হয়।

Screenshot : Rumor Scanner

কথিত সংবাদটিতে বলা হয়েছে, ‘অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন ইসরায়েলের বহু আলোচিত ও সমালোচিত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আজ (১৩ এপ্রিল) স্থানীয় সময় সকালে এক জাতির উদ্দেশে ভাষণে তিনি এই ঘোষণা দেন। এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহু যুদ্ধনীতি, দুর্নীতির অভিযোগ ও আন্তর্জাতিক চাপের মুখে বিদায় নিলেন রাজনীতির শীর্ষস্থান থেকে।’ এছাড়াও, কথিত উক্ত সংবাদ প্রতিবেদনে গাজা পরিস্থিতি, রাজনৈতিক ভবিষ্যৎ, বাংলাদেশের প্রতিক্রিয়াসহ নানা বিষয় উল্লেখ করা হয়।

পরবর্তীতে নেতানিয়াহুর পদত্যাগের দাবিটির বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আন্তর্জাতিক গণমাধ্যম, ইসরায়েলের মূলধারার গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোয়ও আলোচিত দাবিটির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে এমন কোনো ঘটনা ঘটে থাকলে তা আন্তর্জাতিক গণমাধ্যমে বা ইসরায়েলের মূলধারার গণমাধ্যমে প্রচার হওয়ার কথা। বরং এ বিষয়ে অনুসন্ধানে দাবিকৃত পদত্যাগের উপরোল্লিখিত তারিখ পরবর্তী সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে নানা কার্যক্রমে সক্রিয় থাকার সপক্ষে তথ্যপ্রমাণ পাওয়া যায়।

সুতরাং, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পদত্যাগ করেছেন শীর্ষক দাবিতে প্রচারিত সংবাদটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis

আরও পড়ুন

spot_img