বৃহস্পতিবার, মে 22, 2025

আওয়ামী লীগকে ক্ষমা ও দলটির সাথে জোট গঠন বিষয়ে মির্জা ফখরুলের নামে ভুয়া বক্তব্য প্রচার 

সম্প্রতি ‘আওয়ামিলীগের সাথে আমাদের অতীতে অনেক ভুল বুঝাবুঝি হয়েছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি তারা চাইলে এখন আমরা তাদের সাথে জোট করতে প্রস্তুত। মির্জা ফখরুল’ শীর্ষক শিরোনামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগকে ক্ষমা ও তাদের সাথে জোট বিষয়ক কোনো মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেননি বরং, কোনোপ্রকার তথ্যসূত্র ছাড়াই আলোচিত ফটোকার্ডটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে থাকা ছবিটি পর্যবেক্ষণ করে ছবিতে থাকা মির্জা ফখরুল ও বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চেহারা দেখে এটি তাদের বর্তমান সময়ের নয় বরং বেশ আগের ছবি বলে প্রতীয়মান হয়। 

মির্জা ফখরুলের মতো গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ আলোচিত বক্তব্যটি প্রদান করলে তা গণমাধ্যমে প্রচারিত হতো৷ কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি

আওয়ামী লীগের বিষয়ে মির্জা ফখরুলের অবস্থান সম্পর্কে পর্যবেক্ষণে দেখা যায়, বিএনপির ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডে ‘আওয়ামী লীগকে কখনো ক্ষমা করা যায় না। তাদের বিচার অবশ্যই হতে হবে। -মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি।’ উল্লেখ করা হয়েছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নিবন্ধন থাকা না থাকা বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। 

এছাড়া, মির্জা ফখরুলের ফেসবুক পেজ যাচাই করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।  

সুতরাং, আওয়ামী লীগকে ক্ষমা ও তাদের সাথে জোট বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়া। 

তথ্যসূত্র


আরও পড়ুন

spot_img