ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে পাশ্বর্বর্তী দেশ ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি অনলাইনে বেশ কয়েকবার দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান ও কলে কথা বললেও কখনো গণমাধ্যমে বা প্রকাশ্যে আসেননি। তবে গত ২৯ অক্টোবর প্রথমবারের মত তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রকাশ করা হয়। গণমাধ্যমগুলো হলো ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা, মার্কিন গণমাধ্যম রয়টার্স ও ফরাসি বার্তা সংস্থা এএফপি। গণমাধ্যমগুলোতে উল্লেখ করা হয়, শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো ইমেইলের মাধ্যমে নেওয়া হয়েছে। কিন্তু সম্প্রতি, রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রদানের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের Sheikh Hasina मैं सिर्फ़ भक्त हूँ নামের একটি পেজে শেখ হাসিনার কথা বলার একটি ভিডিও সরাসরি সম্প্রচার করা হয়েছে।

ফেসবুকে সরাসরি প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি শেখ হাসিনার রয়টার্সে সাক্ষাৎকার প্রদানের ভিডিও নয়। এছাড়াও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিও আসল নয়। প্রকৃতপক্ষে, প্রচারিত ভিডিওটি একটি ভুয়া লাইভ ভিডিও। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় শেখ হাসিনার বক্তব্য প্রদানের পুরোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে তার সাথে সাম্প্রতিক সময়ে অনলাইনে দেওয়া বক্তব্য যুক্ত করে আলোচিত দাবির ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে শেখ হাসিনার রয়টার্সকে ইমেইলে সাক্ষাৎকার প্রদানের বাইরে ক্যামেরার সামনে সাক্ষাৎকার প্রদানের কোনো তথ্য পাওয়া যায়নি। অন্য কোনো গণমাধ্যমেও তার ক্যামেরার সামনে সাক্ষাৎকার প্রদানের কথা জানা যায়নি।
পরবর্তীতে ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম Bayanno TV-এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৪ জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদানের সরাসরি সম্প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর বেশ কিছু অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ফুটেজের মিল রয়েছে। উভয় ভিডিওতেই শেষ হাসিনাকে একই মাইক্রোফোনের সামনে একই শাড়িতে কথা বলতে দেখা যাচ্ছে। শুধু আলোচিত ভিডিওটিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রাপ্ত ভিডিওর ব্যাকগ্রাউন্ড মুছে দেওয়া হয়েছে। পাশাপাশি ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি বঙ্গবন্ধু স্কলার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ততকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদানের ভিডিও। অর্থাৎ, উক্ত ভিডিওর সাথে সাম্প্রতিক সময়ে তার রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারের কোনো সম্পর্ক নেই। এছাড়াও উক্ত ভিডিওর বক্তব্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর বক্তব্যের অমিল লক্ষ্য করা যায়।
তাই পরবর্তীতে আলোচিত ভিডিওটিতে ব্যবহৃত শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির পুরো বক্তব্য পর্যালোচনা করে শেখ হাসিনাকে তার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সংক্রান্ত আলোচনা করতে শোনা যায়। প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক সময়ে প্রচারিত শেখ হাসিনার একটি অডিওবার্তা খুঁজে পাওয়া যায়। উক্ত অডিওবার্তার বক্তব্যের সাথে আলোচিত ভিডিওতে শুনতে পাওয়া বক্তব্যের মিল রয়েছে। এ থেকে নিশ্চিত যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদানের পুরোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে তার সাথে উক্ত অডিওবার্তা যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এছাড়াও Sheikh Hasina मैं सिर्फ़ भक्त हूँ নামের পেজটি পর্যালোচনা করে দেখা যায়, শেখ হাসিনার বক্তব্য প্রদানের একই ভিডিওটি পরবর্তীতে আরও দুইবার তার রয়টার্সে সাক্ষাৎকার প্রদানের ভিডিও দাবিতে সরাসরি সম্প্রচার করা হয়। ভিডিওগুলো দেখুন এখানে এবং এখানে। পাশাপাশি পেজটিতে শেখ হাসিনার একাধিক ভুয়া লাইভ ভিডিও প্রচার করতেও দেখা যায়। এমন কিছু ভুয়া লাইভ ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, আন্তজার্তিক গণমাধ্যম রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রদানের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারিত ভিডিওটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Bayanno TV Youtube Channel: বঙ্গবন্ধু স্কলার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- Bangladesh Awami League Official Youtube Channel: এই দুঃশাসনের হাত থেকে বাংলাদেশকে ইনশাআল্লাহ রক্ষা করব: শেখ হাসিনা
- Rumor Scanner’s Analysis





