বৃহস্পতিবার, মে 22, 2025

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নামে জুয়ার ভুয়া বিজ্ঞাপন প্রচার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অ্যাপের মাধ্যমে টাকা উপার্জন করার কথা বলছেন, এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে ড. মুহাম্মদ ইউনূস এর বক্তব্যের একটি ফুটেজ দেখানো হয়েছে। এই ফুটেজে তাকে অ্যাপের মাধ্যমে ৫ টাকা বিনিয়োগ করতে পারলে তাকে প্রথমদিনেই ৫০০০০ থেকে ১০০০০০ টাকা বোনাস দেওয়া হবে বলে বলতে শোনা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ড. মুহাম্মদ ইউনূস জুয়ার অ্যাপের মাধ্যমে টাকা উপার্জনের কথা বলেননি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস এর বক্তব্যের ফুটেজটির বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম ‘ Rtv News’ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৯ আগষ্ট ‘শপথ নিয়ে জাতির উদ্দেশ্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রথম ভাষণ | Interim Government | Rtv News’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সাথে আলোচিত জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত ড. ইউনূসের বক্তব্যের ফুটেজের সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটি মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশে প্রথম ভাষণে ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের নানা কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন। উক্ত ভাষণে তিনি জুয়ার অ্যাপ নিয়ে কোনো কথা বলেননি।

ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজ সম্পর্কে যা জানা যায়

‘Top Slots’ পেজটির ট্রান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষন করে জানা যায়, উক্ত পেজটি ২০২৫ সালের ২ এপ্রিল চালু করা হয়। তবে, পরিচালনা সংক্রান্ত তথ্য গোপন রাখায় পেজ পরিচালনা বিষয়ক অন্য কোনো তথ্য জানা যায় নি। এছাড়া, পেজটি পর্যালোচনা করে দেখা যায়, এতে উল্লেখযোগ্য কোনো পোস্ট নেই এবং জুয়ার ভিডিওটি হোমপেজ থেকে হাইড করে প্রচার করা হচ্ছে।

Screenshot: Facebook

উল্লেখ্য, পূর্বেও ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে ভুয়া জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হলে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন (, , ) প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, ড. মুহাম্মদ ইউনূস জুয়ার অ্যাপে বিনোয়োগ করে অর্থ উপার্জনের করার কথা বলেছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং এ সংক্রান্ত ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img