সম্প্রতি, ফেসবুকে Ahidul Alam Ponir নামে একটি পেজ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর বক্তব্যের ফুটেজ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির লোগো সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। যেখানে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বৈধ করেছেন দাবিতে Banger Casino নামের একটি জুয়ার অ্যাপের বিজ্ঞাপন প্রদর্শিত হয়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)
বাংলাদেশের মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম সময় টেলিভিশনের লোগো যুক্ত করে প্রচারিত এই ভিডিওতে একজন উপস্থাপিকাকে সংবাদ পাঠ করতে দেখা যায়। সময় টেলিভিশনের লোগোর পাশে স্ক্রলে লেখা রয়েছে, “মুহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রতিবাদে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য অ্যাপ তৈরি করেছেন”। সংবাদ পাঠিকাকে এ সংক্রান্ত তথ্যই দিতে দেখা যায়। পরবর্তীতে, ড. মুহাম্মদ ইউনূস এর বক্তব্যের একটি ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। এই ফুটেজে তাকে অ্যাপটির প্রচারণা চালাতে দেখা গেছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘Banger Casino’ নামের কথিত জুয়ার অ্যাপের সাথে ড. মুহাম্মদ ইউনূস এর কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এবং সময় টিভিও এমন কোনো জুয়ার অ্যাপের প্রচারণা চালায়নি। প্রকৃতপক্ষে ড. মুহাম্মদ ইউনূস এর ভিন্ন ঘটনার ভিডিওর সাথে এআই প্রযুক্তির সহায়তায় নকল কণ্ঠস্বর ব্যবহার করে উক্ত দাবি সম্বলিত ভিডিওটি তৈরি করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওতে থাকা সংবাদ পাঠিকার ফুটেজের কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম Rtv News এর ইউটিউব চ্যানেলে গত ২৯ এপ্রিল Rtv Sondhar News | সন্ধ্যার সংবাদ | ২৯ এপ্রিল, ২০২৪ | Rtv News শীর্ষক শিরোনামে প্রচারিত একটি সংবাদ বুলেটিনের ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত সংবাদ বুলেটিনে দুজন সংবাদপাঠিকা রয়েছেন। যার মধ্যে প্রথম সংবাদ পাঠিকার সংবাদ পাঠের বেশকিছু অংশের সাথে আলোচিত ভিডিওর সংবাদপাঠিকার ফুটেজের হুবহু মিল রয়েছে। তবে ভিডিওটির কোথাও তাকে আলোচিত অ্যাপ বা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। অন্যদিকে, ভিডিওটির স্ক্রলে সময় টিভির লোগো ব্যবহার করা হলেও সময় টিভির কোনো প্লাটফর্মেই এ সংক্রান্ত কোনো তথ্য মেলেনি।

পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূস এর বক্তব্যের ফুটেজটি অনুসন্ধানে ভিডিওতে ব্যবহৃত ফুটেজের কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ০৯ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিলেন শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটির সাথে আলোচিত জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত ড. মুহাম্মদ ইউনূস এর বক্তব্যের ফুটেজের বেশকিছু অংশের হুবহু মিল রয়েছে।

পাশাপাশি জানা যায়, এটি মূলত ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর বিভিন্ন বিষয় নিয়ে জাতির উদ্দেশ্য দেয়া ভাষণের ফুটেজ। উক্ত ভাষণে তিনি অনলাইন ক্যাসিনো বা Banger Casino অ্যাপ নিয়ে কোনো কথা বলেননি।
সুতরাং, সময় টিভিকে জড়িয়ে ড. মুহাম্মদ ইউনূসের নামে প্রচারিত জুয়ার অ্যাপের বিজ্ঞাপনের দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Rtv News Youtube Channel: Rtv Sondhar News | সন্ধ্যার সংবাদ | ২৯ এপ্রিল, ২০২৪ | Rtv News
- Jamuna Television: প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিলেন
- Rumor Scanner’s Own Analysis