ড. ইউনূসকে জড়িয়ে জুয়ার ভুয়া বিজ্ঞাপন প্রচার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অ্যাপের মাধ্যমে টাকা উপার্জন করার কথা বলছেন, এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে ড. মুহাম্মদ ইউনূস এর বক্তব্যের একটি ফুটেজ দেখানো হয়েছে। এই ফুটেজে তাকে অ্যাপের মাধ্যমে ১০ টাকা আয় করতে পারলে তাকে ১০০০ টাকা বোনাস দেওয়া হবে বলে বলতে শোনা যায়।

ড. ইউনূসকে

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ড. মুহাম্মদ ইউনূস জুয়ার অ্যাপের মাধ্যমে টকা উপার্জনের কথা বলেননি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস এর বক্তব্যের ফুটেজটির বিষয়ে অনুসন্ধানে ড. মুহাম্মদ ইউনূসের  ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ১২ ডিসেম্বর ‘Acceptance Speech: IFI Awards 2018 for Grand Jury Special Award for Lifetime Achievement’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সাথে আলোচিত জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত ড. ইউনূসের বক্তব্যের ফুটেজের সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটি মূলত ইনক্লুসিভ ফাইন্যান্স ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০১৮ এ আজীবন সম্মাননা পাওয়া উপলক্ষে ড. মুহাম্মদ ইউনূস দরিদ্র মানুষের জন্য বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার বিষয় নিয়ে কথা বলেন। উক্ত ভাষণে তিনি জুয়ার অ্যাপ নিয়ে কোনো কথা বলেননি।

ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজ সম্পর্কে যা জানা যায়

Fabi Fausto’ পেজটির ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায়, উক্ত পেজ ২০১৯ সালের ২৫ জুলাই চালু করা হয়। পেজটি যারা পরিচালনা করছেন তাদের মধ্যে ভিয়েতনাম থেকে তিন জন, ভারত থেকে দুই জন, থাইল্যান্ড থেকে একজন রয়েছেন। দুই জনের লোকেশন পাওয়া যায়নি। এছাড়া, পেজটি পর্যালোচনা করে দেখা যায়, এতে উল্লেখযোগ্য কোনো পোস্ট নেই এবং জুয়ার ভিডিওটি বুস্ট করে প্রচার করা হচ্ছে।

Screenshot: Facebook

উল্লেখ্য, পূর্বেও ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে ভুয়া জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হলে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন (, , ) প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, ড. মুহাম্মদ ইউনূস জুয়ার অ্যাপে বিনোয়োগ করে অর্থ উপার্জন করার কথা বলেছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং এ সংক্রান্ত ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img