সম্প্রতি, “জুলাই আহতদের নামে রাস্তা অবরোধকারীরা সবাই মাদকাশক্ত, মাদকের টাকার জন্যই আন্দোলন”- শীর্ষক মন্তব্যটি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দাবিতে আরটিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “জুলাই আহতদের নামে রাস্তা অবরোধকারীরা সবাই মাদকাশক্ত, মাদকের টাকার জন্যই আন্দোলন” স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর- শীর্ষক তথ্যে বা শিরোনামে আরটিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি, এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টাও এসংক্রান্ত কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আরটিভি ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে তাতে আরটিভির লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ০১ আগস্ট, ২০২৫ উল্লেখ থাকতে দেখা যায়। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে আরটিভির ফেসবুক পেজ (১,২), ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আরটিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল লক্ষ্য করা যায়।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অন্যকোনো গণমাধ্যমেও স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্য দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, “জুলাই আহতদের নামে রাস্তা অবরোধকারীরা সবাই মাদকাশক্ত, মাদকের টাকার জন্যই আন্দোলন” স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর- শীর্ষক তথ্যে বা শিরোনামে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rtv Facebook Page- 1, 2
- Rtv- Youtube Channel
- Rtv- Website