ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে জুয়ার অ্যাপের ভুয়া বিজ্ঞাপন প্রচার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুয়ার অ্যাপের প্রচারণা করছেন দাবিতে বেসরকারি ইলেক্ট্রনিক গণমাধ্যম সময় টেলিভিশনের লোগোসহ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসকে

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Crazy Time Bangladesh নামের জুয়ার অ্যাপের প্রচারণা করেননি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত ড. মুহাম্মদ ইউনূসের ক্লিপটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম নিউজ ২৪ এর ইউটিউব চ্যানেলে গত ১০ আগস্ট “রংপুর পিছিয়ে পড়া জেলা, রংপুরকে এক নম্বর জেলা হতে হবে: ড. ইউনূস” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত ড. মুহাম্মদ ইউনূসের ক্লিপের সাথে উক্ত ভিডিওর বেশকিছু অংশের হুবহু মিল রয়েছে। দুটো ভিডিওতেই তার পোশাক, আশেপাশের স্থান, এবং পেছনে দাঁড়ানো মানুষজনের মিল রয়েছে।

Video Comparison: Rumor Scanner

ভিডিও থেকে জানা যায়, গত ১০ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হেলিকপ্টারযোগে রংপুরের পীরগঞ্জে যান। সেখানে জাফরপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। পরবর্তীতে বিকালে বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে তিনি নানান বিষয়ে কথা বলেন।

অর্থাৎ, ড. মুহাম্মদ ইউনূসের সম্পূর্ণ ভিন্ন একটি ভিডিওর সাথে জুয়ার বিজ্ঞাপনের অডিও ও ভিডিও যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। যার সাথে ড. মুহাম্মদ ইউনূসের কোনো প্রকার সম্পর্ক নেই।

ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজ সম্পর্কে যা জানা যায়

আলোচিত জুয়ার বিজ্ঞাপন প্রচারকারী পেজ (আর্কাইভ) পর্যালোচনা করে দেখা যায় পেজটিতে উল্লেখযোগ্য কোনো পোস্ট নেই এবং জুয়ার ভিডিওটি বুস্ট করে প্রচার করা হচ্ছে। এছাড়াও পেজের ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায়, উক্ত পেজ ২০২০ সালের ১৩ আগস্ট তৈরি করা হয়েছে। এছাড়া উক্ত পেজের নাম বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছে এবং পেজ পরিচালনাকারী ব্যক্তিরা ভারতীয় এবং ভিয়েতনামি।

Screenshot: Facebook

এছাড়া, আলোচিত দাবিতে সময় টিভির লোগো যুক্ত থাকার প্রেক্ষিতে অনুসন্ধানে সময় টিভির ফেসবুক পেজ, ওয়েবসাইটইউটিউব চ্যানেলে এমন কোনো সংবাদ বা ভিডিও পাওয়া যায়নি।

সুতরাং, ড. মুহাম্মদ ইউনূস Crazy Time Bangladesh নামের অনলাইন জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং বিষয়টি স্ক্যাম বা প্রতারণা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img