সম্প্রতি, ‘সারজিস আলমকে আমি স্বামী হিসেবে চাই, যদি সে আমার সন্তানের বাবা হতে রাজি হয়’ শীর্ষক মন্তব্য নায়িকা পরী মণি করেছেন বলে একটি দাবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সারজিস আলমকে আমি স্বামী হিসেবে চাই, যদি সে আমার সন্তানের বাবা হতে রাজি হয়’ শীর্ষক মন্তব্য নায়িকা পরী মণি করেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
দাবির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানের শুরুতে নায়িকা পরী মণির ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ও ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবির বিষয়ে পরী মণির কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
স্বাভাবিকভাবে পরী মণি এমন কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হওয়ার কথা। তবে মূলধারার গণমাধ্যমে বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ‘সারজিস আলমকে আমি স্বামী হিসেবে চাই, যদি সে আমার সন্তানের বাবা হতে রাজি হয়’ শীর্ষক মন্তব্য নায়িকা পরী মণি করেছেন বলে যে দাবি প্রচার করা হচ্ছে তা মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Own Analysis