সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ ০৫ আগস্ট ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। কর্মসূচীর আগের রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য দাবিতে “আমিতো নামতে চাই। নামলে আমার দলের কি হবে?” শীর্ষক তথ্য সময় টিভির লোগো ব্যবহার করে প্রচার করা হচ্ছে।
ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, “আমিতো নামতে চাই। নামলে আমার দলের কি হবে?” শীর্ষক কোনো মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেননি এবং সময় টিভিও উক্ত দাবিতে কোনো সংবাদ প্রকাশ করেনি। এ বিষয়ে সময় টিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এমন কোনো তথ্য প্রকাশের প্রমাণ মেলেনি। সময় টিভি গতকাল প্রধানমন্ত্রীকে নিয়ে সর্বশেষ যে ফটোকার্ড প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে, আন্দোলনের নামে নাশকতাকারীরা সন্ত্রাসী, তাদের দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রোববার (৪ আগস্ট) দুপুরে গণভবনে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এছাড়া উক্ত দাবিতে অন্য কোনো সংবাদমাধ্যম বা বিশ্বস্ত সূত্রেও খবর বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে আগ্রহী জানিয়ে মন্তব্য করেছেন দাবিতে সময় টিভির লোগো ব্যবহার করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।
তথ্যসূত্র
- Somoy Tv: সন্ত্রাসীদের শক্ত হাতে দমনে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
- Rumor Scanner’s own analysis