নারীর পোশাক নিয়ে মামুনুল হকের মন্তব্য দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, মূলধারার গণমাধ্যম প্রথম আলোর লোগো সম্বলিত ফটোকার্ডে পোশাক নিয়ে মাওলানা মামুনুল হকের একটি মন্তব্য প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

মাওলানা মামুনুল হকের মন্তব্য দাবিতে ফটোকার্ডটিতে যা দাবি করা হচ্ছে,

“আমি কখনোই আলকাতরা লাগানোর কথা বলিনি, তবে এটি স্পষ্ট যে একটি মুসলিম রাষ্ট্রে হিন্দুদের এই ধরনের পোশাক সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমাদের সংস্কৃতি ও ধর্মের সুরক্ষা নিশ্চিত করতে শিগগিরই আমরা হিজাব বাধ্যতামূলক করবো। এখানে শুধুমাত্র ইসলামের আদর্শই টিকে থাকবে, এবং অন্য ধর্মের কোনো সাংস্কৃতিক আগ্রাসন বরদাস্ত করা হবে না।”

মামুনুল

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পোশাক নিয়ে মাওলানা মামুনুল হকের মন্তব্য দাবিতে প্রচারিত এমন কোনো ফটোকার্ড প্রথম আলো প্রকাশ করেনি। মাওলানা মামুনুল হকও এমন কোনো মন্তব্য করেননি। বরং, প্রথম আলোর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে প্রথম আলোর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ৩০ সেপ্টেম্বর, ২০২৪  উল্লেখ করা হয়েছে। 

উক্ত তথ্যের সূত্র ধরে প্রথম আলোর ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, প্রথম আলো’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো মূলধারার গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তবে, প্রথম আলোর ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ৩০ সেপ্টেম্বর আলোচিত ফটোকার্ডের বিষয়ে একটি পোস্ট পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটি ভুয়া উল্লেখ করে গণমাধ্যমটি জানায়, ‘প্রথম আলোর নামে ছড়ানো এই ছবি ও তথ্য নকল। বিভ্রান্তি এড়াতে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ ও অনলাইনের সাথে থাকুন।’

পরবর্তীতে, মাওলানা মামুনুল হকের ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, কিছুদিন পূর্বে মাওলানা মুহাম্মদ মামুনুল হককে জড়িয়ে “অশালীন কাপড় পরে নারীরা রাস্তায় বের হলে শরীরের উন্মুক্ত স্থানে আলকাতরা লাগিয়ে দিন – আল্লামা মামুনুল হক’’ শীর্ষক শিরোনামে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টেলিভিশন এর নামে একটি ভুয়া ফটোকার্ড প্রচারিত হয়েছিল। যা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, পোশাক নিয়ে মাওলানা মামুনুল হকের মন্তব্য দাবিতে প্রথম আলোর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img