সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ০৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। এরই প্রেক্ষিতে, ‘সুন্দর একটি উদ্যোগ’ শীর্ষক শিরোনামে ক্রিকেট নিয়ে ড. ইউনূসের নামে একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, ড. ইউনূস বলেছেন, ‘ক্রিকেট বাংলাদেশের তরুণদের মূল্যবান সময় নষ্ট ও মানষিক ভারসাম্য রক্ষায় বাধা, এই জন্য আমি খুব দ্রুত আলোচনার মাধ্যমে বিসিবি ও ক্রিকেটকে এ দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করবো’।
ফেসবুক পোস্ট: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট নিষিদ্ধ নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের এমন কোনো মন্তব্য করেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই কথিত মন্তব্যটি ড. মুহাম্মদ ইউনূসের নামে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট নিষিদ্ধ নিয়ে কোনো মন্তব্য করার সংবাদ বা খবর দেশীয় ও আন্তর্জাতিক কোনো মূলধারার গণমাধ্যমে পাওয়া যায়নি।
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদও এমন কোনো মন্তব্য করার বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি।
উল্টো গণমাধ্যম ও সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী (১, ২) দেশের রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ায় চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিলে আসিফ মাহমুদ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আইসিসির আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা বলেন। যদিও পরবর্তীতে জানা গেছে যে ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে।
সুতরাং, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট নিষিদ্ধ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মন্তব্যটি মিথ্যা ও বানোয়াট।
তথ্যসূত্র
- প্রথম আলো: বাংলাদেশে নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে আশাবাদী ক্রীড়া উপদেষ্টা
- বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস): নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না : আসিফ মাহমুদ
- Rumor Scanner’s Own Analysis