গত জুলাই মাসের শুরু থেকেই দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন দানা বাঁধতে শুরু করে। পরবর্তীতে আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার করা এক মন্তব্য এবং পুলিশের গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় তা ব্যাপকতা লাভ করে এবং পরবর্তীতে দেশব্যাপী হামলা, সংঘর্ষ ও সহিংসতায় বহু মানুষ প্রাণ হারান। যা ০৩ আগস্ট সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। এরই প্রেক্ষিতে ০৪ আগস্ট “কোটা সংস্কারের পক্ষে ছিলাম এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নেই” শীর্ষক একটি মন্তব্য বাংলাদেশের বিভিন্ন সেলিব্রিটিদের মন্তব্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সংগীতশিল্পী জেমস, তাসরিফ খান, অভিনেতা চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও পরীমনি, শিক্ষক আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ, গণমাধ্যমকর্মী ফারাবি হাফিজ এবং ফুড ব্লগার ইফতেখার রাফসানের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া বরং কোনো তথ্য প্রমাণ ছাড়া মন্তব্যটি আলোচিত তারকাদের মন্তব্য বলে প্রচার করা হয়।
অনুসন্ধানে শুরুতে আলোচিত দাবির বিষয়ে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত তারকাদের এধরনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পরবর্তীতে উক্ত তারকাদের (তাসরিফ খান, আয়মান সাদিক, পরীমনি, মুনজেরিন শহীদ, ইফতেখার রাফসান, ফারাবি হাফিজ, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এবং জেমস) ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, উক্ত তারকাদের অনেককেই ছাত্র-জনতার আন্দোলনে শেষ পর্যন্ত সংহতি জানাতে দেখা যায়।
সুতরাং, কোটা সংস্কারের পক্ষে ছিলাম এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নেই- শীর্ষক মন্তব্যটি বাংলাদেশের কয়েকজন তারকার দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Own Analysis