সম্প্রতি, ‘গ্রেফতার হলেন সোহেল তাজ, সেনাপ্রধানের নির্দেশেই ফাঁসি’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে প্রচারিত হয়েছে৷ উক্ত ভিডিওটিতে দাবি করা হয়েছে, গত ০৪ নভেম্বর সন্ধ্যায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ তাঁর নিজ বাসা থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় এবং বর্তমানে তিনি সেনা হেফাজতে রয়েছেন৷ সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান তাকে ফাঁসির নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ০৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সোহেল তাজ অন্তর্বর্তীকালীন সরকার ও আওয়ামী লীগ নিয়ে নিয়মিতই গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। এর মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তির তাঁর গাড়ি অনুসরণের দাবির বিষয়েও বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার হয়েছিল। গত ০৩ নভেম্বর তিনি ৩ দফা দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা কর্মসূচি পালন করেন। পরদিন, ০৪ নভেম্বর তিনি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন এবং সেনাপ্রধান নির্দেশ দিলেই তাঁকে ফাঁসি দেওয়া হবে এমন একটি দাবি ইউটিউবে প্রচার করা হয়।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সেনাবাহিনীর হাতে গ্রেফতার হননি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ভিডিও তৈরির মাধ্যমে তাঁর গ্রেফতারের মনগড়া দাবিটি প্রচার করা হয়েছে।
আমাদের অনুসন্ধানে দেখা গেছে, ‘Taza News’ নামের একটি ভুঁইফোড় ইউটিউব চ্যানেল আলোচিত ভিডিওটি প্রচার করেছে। উক্ত ভিডিওটি পূর্বের বিভিন্ন ফুটেজ সংযোজন করে সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে, এতে সেনাবাহিনীর হাতে সোহেল তাজের গ্রেফতার হওয়ার এবং সেনাপ্রধান কর্তৃক তাকে ফাঁসির নির্দেশ দেওয়ার দাবির সপক্ষে কোনো নির্ভরশীল তথ্য বা এই অভিযানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য উপস্থাপন করা হয়নি৷ চ্যানেলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি এধরনের ভিত্তিহীন-প্রমাণহীন তথ্য নিয়মিত প্রচার করে থাকে।
অনুসন্ধানের অংশ হিসেবে সোহেল তাজের ভেরিফাইড ফেসবুক পেজটি যাচাই করা হয়। সেখানে সর্বশেষ গত ০৬ নভেম্বর দুপুরের একটি পোস্ট দেখা যায়।
আলোচিত দাবির বিষয়টি অধিকতর নিশ্চিত হতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজটি যাচাই করা হয়। কিন্তু সেখানে সোহেল তাজকে গ্রেফতার বা গ্রেফতার করতে সেনাবাহিনীর কোনো অভিযানের তথ্য পাওয়া যায়নি।
তাছাড়া, গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজের সেনাবাহিনী বা অন্য কোনো বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার এবং সেনাপ্রধান কর্তৃক তাকে ফাঁসির নির্দেশ দেওয়ার দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, সোহেল তাজ সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন এবং সেনাপ্রধান যেকোনো সময় তাঁকে ফাঁসির নির্দেশ দিবেন শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যগুলো মিথ্যা।
তথ্যসূত্র
- Jamuna TV – ৩ দফা দাবিতে যমুনার উদ্দেশ্যে সোহেল তাজের পদযাত্রা
- Bangladesh Army – Facebook Page
- Sohel Taj – Facebook Page
- Rumor Scanner’s Own Analysis