সম্প্রতি, শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে ‘ইরান আবারও বড় বড় আক্রমণ করলো ইসরায়েলে’ শীর্ষক দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়।
টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় ৮৪৪৫ টি পৃথক একাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটি শেয়ার করা হয়েছে প্রায় ১৮২ বার এবং সংরক্ষণ করা হয়েছে ৬৭৯ বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিটি ইসরায়েল-ফিলিস্তিন সংকটকে কেন্দ্র করে ইসরায়েলের ওপর ইরানের হামলার কোনো দৃশ্যের নয়, বরং সম্প্রতি মুক্তি পাওয়া FALLOUT টিভি সিরিজের একটি নির্দিষ্ট সীনের অংশে এই ছবিটি দেখা যায়।
রিভার্স ভিডিও সার্চ ট্যুল ব্যবহার করে গতবছরের ২ ডিসেম্বর, ২০২৩ এ আমাজনের প্রাইম ভিডিওর ইউটিউব চ্যানেলে FALLOUT টিভি সিরিজের অফিশিয়াল টিজার ট্রেইলার খুঁজে পাওয়া যায়। টিজার ভিডিওর ২ মিনিট ১৪ সেকেন্ডে একটি শহরে বিস্ফোরণের মুহুর্ত দেখানো হয়। একই ছবিটি দাবিকৃত টিকটকে মিরর ইমেজে প্রচারিত হয়।
অর্থাৎ, মূল ভিডিওটির নির্দিষ্ট অংশের ছবির ডান দিকের সবকিছু দাবিকৃত ভিডিওতে ব্যবহৃত ছবিতে বামদিকে দেখানো হয়।
তাছাড়া ইউটিউবে Fallout – Nuclear Bomb Detonation Scene লিখে সার্চ করলে উক্ত বোমা বিস্ফোরণের ভিডিও (১,২,৩,৪) গুলো চলে আসবে, যা থেকে প্রমাণিত হয় যে এটি ইসরায়েলের ওপর ইরানের হামলার ঘটনা না।
এছাড়াও, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে অনুসন্ধান করে সম্প্রতি ইরানের আবারও ইসরায়েলে হামলা দাবির সত্যতা পাওয়া যায়নি। সর্বশেষ চলতি বছরের ১৯ এপ্রিল ইরান কর্তৃক ইসরায়েলে হামলার তথ্য জানা যায়।
মূলত, সম্প্রতি মুক্তি পাওয়া FALLOUT মুভিটি একটি ভিডিও গেম সিরিজের উপর ভিত্তি করে নির্মিত। সেখানে একটি শহরে বিস্ফোরণের মুহুর্ত দেখানো হয়, যা পরবর্তীতে টিকটকে মিরর ইমেজে রূপান্তর করে “ইরান আবারও বড় বড় আক্রমণ করলো ইসরায়েলে” দাবিতে প্রচার করা হয়।
সুতরাং, সম্প্রতি মুক্তি পাওয়া FALLOUT মুভির একটি দৃশ্যকে ইসরায়েল-ফিলিস্তিন সংকট কেন্দ্রিক ইসরায়েলের ওপর ইরানের আবারও হামলার দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- FALLOUT – Teaser Trailer | Prime Video
- Youtube Fallout – Nuclear Bomb Detonation Scene (1,2,3,4)
- Rumor Scanner’s own analysis