সম্প্রতি পবিত্র রমজানের তারাবির নামাজ ৮ রাকাত নাকি ২০ রাকাত তা নিয়ে বাবার সাথে তর্কাতর্কির জেরে ধানমন্ডিতে ছাদ থেকে পরে একজন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার হতে দেখা গেছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারাবির রাকাত নিয়ে তর্কাতর্কিতে ছাদ থেকে পড়ে শিক্ষার্থী মৃত্যুর দাবিটি সঠিক নয় বরং ট্রল বা মজার উদ্দেশ্যে শেখ মুজিবের ছবি ব্যবহার করে ভুয়া এই দাবিটি প্রচার করা হলেও অসংখ্য নেটিজেন ঘটনাটি সত্য মনে করে বিভ্রান্ত হচ্ছেন।
এ বিষয়ে অনুসন্ধানে দাবিটির সূত্রপাতের খোঁজ করে রিউমর স্ক্যানার৷ গত ০১ মার্চ রাত ১০ টার পর Md Rubel নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয়। উক্ত পোস্টের কমেন্টে দাবিটির প্রমাণ হিসেবে শেখ মুজিবুর রহমানের লাশের ছবি দেওয়া হয়৷

অর্থাৎ, আলোচিত দাবিটি মজা বা সার্কাজমের উদ্দেশ্যে শুরুতে প্রচার হয়েছে৷ তবে পরবর্তীতে পোস্টটি কপি করে ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিষয়টি সত্য ভেবে নিয়ে অসংখ্য নেটিজেনকে কমেন্ট করতে দেখা গেছে।
যদিও গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোতে আলোচিত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্যপ্রমাণ মেলেনি।
একই কায়দায় সাম্প্রতিক সময়ে এমন অনেক বিষয়েই ট্রল বা মজা করার বিষয়টি লক্ষ্য করেছে রিউমর স্ক্যানার৷ যেমন, গত ফেব্রুয়ারিতে “Breaking News : বাংলাদেশের ক্রিকেট ম্যাচ নিয়ে বাবার সাথে তর্কাতর্কির জেরে ধানমন্ডিতে ছাদ থেকে পরে একজন কলেজছাত্রের মৃত্যু ( Source in comments)” ক্যাপশনে কিছু পোস্ট দেখা যায় ফেসবুকে। এসব পোস্টের কমেন্টেও শেখ মুজিবের লাশের ছবিটি সূত্র হিসেবে দেওয়া হয়।
সুতরাং, তারাবির রাকাত নিয়ে তর্কাতর্কিতে ছাদ থেকে পড়ে শিক্ষার্থী মৃত্যু সংক্রান্ত একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis