সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতারের ভুয়া দাবি

সম্প্রতি, ‘এইমাত্র গ্রেফতার হলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল’ শীর্ষক ক্যাপশনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেনাবাহিনীর হাতে গ্রেফতার শীর্ষক একটি দাবি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে প্রচারিত ইউটিউব ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)৷ ।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি সেনাবাহিনীর হাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার বরং গত আগস্ট থেকে ভুয়া এই দাবি প্রচার হয়ে আসছে। 

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, গত ০৯ আগস্ট ইউটিউবে একটি ভিডিওর মাধ্যমে এই দাবিটির সূত্রপাত ঘটে। দাবি করা হয়, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকো সেনাবাহিনী তাকে আটক করেছে। তবে উক্ত ভিডিওতে এ সংক্রান্ত প্রমাণ বা ফুটেজ উপস্থাপন করা হয়নি। পরবর্তীতে উক্ত ভিডিওটি ফেসবুকেও ছড়িয়ে পড়ে। সম্প্রতিও ভিডিওটি ফেসবুকে প্রচার হয়েছে।  

রিউমর স্ক্যানার কিওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোয় খোঁজ নিয়ে আসাদুজ্জামান খান কামালের গ্রেফতারের কোনো তথ্য পায়নি। বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি৷

গত ০১ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে কিছু প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যেখানে দাবি করা হয় যে গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কোলকাতার ইকো পার্কে আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার সাথে আড্ডারত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেখা যায়৷ উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে। 

এর আগে গত ১৪ সেপ্টেম্বর আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির জ্যোতিকে গ্রেফতার করে পুলিশ। তারও পূর্বে, গত ১৩ আগস্ট রাতে রাজধানীর গেন্ডারিয়ার একটি বাড়িতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল লুকিয়ে আছেন সন্দেহে বাড়িটি ঘেরাও করে স্থানীয়রা। পরে সেনাবাহিনীর অভিযানে তাকে সেখানে খুঁজে পাওয়া যায়নি।  

সুতরাং, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img