সম্প্রতি ‘বাংলার চিত্র নায়ক রুবেল আর নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন।’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল মারা যাননি বরং, কোনো কোনোপ্রকার তথ্যসূত্র ছাড়া এই মনগড়া তথ্যটি প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে Mehedi Hasan Mac নামক ফেসবুক প্রোফাইলে রুবেলের ফেসবুক প্রোফাইলকে ট্যাগ করে গত ২৫ এপ্রিল প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টে তিনি জানান, চিত্রনায়ক রুবেল মারা গেছেন বলে ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। চিত্রনায়ক রুবেল সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন। তিনি নিয়মিত মার্শাল আর্টের ক্লাস নিচ্ছেন, নিজেও প্র্যাকটিস করছেন।
আলোচিত দাবিটি গত ১৮ এপ্রিল থেকে প্রচারিত হলেও চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের ফেসবুক প্রোফাইল থেকে গত ১৯ এপ্রিলেও একটি পোস্ট প্রকাশ করা হয়েছে।
এছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো সূত্রেও চিত্রনায়ক রুবেলের মৃত্যু সংক্রান্ত কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, চিত্রনায়ক রুবেল মারা গেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Mehedi Hasan Mac – Facebook Post
- Rubel Masum Parvez – Facebook Post